ময়মনসিংহে বিএনপির দুই গ্রুপে সংঘর্ষ, আহত ২৫

| আপডেট :  ১৫ ডিসেম্বর ২০২৪, ০১:৫৭  | প্রকাশিত :  ১৫ ডিসেম্বর ২০২৪, ০১:৫৭

ময়মনসিংহের ভালুকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিএনপির দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় অন্তত ২৫ জন আহত হয়েছেন। এ সময় আগুন দিয়ে পুড়িয়ে দেওয়া হয়েছে ১৩টি মোটরসাইকেল।

শনিবার (১৪ ডিসেম্বর) দুপুরে উপজেলার হবিরবাড়ী ইউনিয়নের মাস্টারবাড়ী মায়ের মসজিদ এলাকায় রাইদা কালেকশন কারখানায় এ ঘটনা ঘটে। ভালুকা মডেল থানার ওসি শামসুল হুদা খান বিষয়টি কালবেলাকে নিশ্চিত করেছেন।

আহতরা হলেন- জুয়েল ঢালী (৩২), মোবারক (৩০), জুনায়েদ (২৮), রফিকুল (৩০), মজিবুর রহমান (৫০), আনোয়ার (৩০), শাহিন আলম (৪৫) ফারুক (২৮)। অন্যদের পরিচয় শনাক্ত করা যায়নি।

স্থানীয়রা জানায়, কারখানার ওয়ার্ক অর্ডার থাকা যুবলীগ নেতা সাইফুলের পক্ষে ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক জিয়া ও মজিবর মন্ডল গ্রুপ এবং যুবদল নেতা শামীম গ্রুপের মধ্যে কারখানার সামনে সংঘর্ষ বাঁধে। একপর্যায়ে সংঘর্ষ মহাসড়কে চলে গেলে বন্ধ হয়ে যায় যান চলাচল। এ সময় সন্ত্রাসীরা আশপাশে থাকা দোকানপাটে হামলা চালায় ও ১৩টি মোটরসাইকেল আগুন দিয়ে পুড়িয়ে দেয়। পরে খবর পেয়ে পুলিশ, ফায়ার সার্ভিস ও সেনাবাহিনী গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

জিয়াউর রহমান জানান, আজকে জুট বের করতে গেলে শামীম এর লোকজন বাধা দেয়। দুই মাস পূর্বে আমার দুই ট্রাকে থাকা ২লাখ টাকার মালামাল ছিনতাই করে নিয়ে যায়। আজকে ফ্যাক্টরীর মাল বের করার সময় দেশীয় অস্ত্র নিয়ে হামলা করে আমাদের ১০জনকে আহত করেছে। এ সময় ১০টি মটর সাইকেল পুড়িয়ে দিয়েছে। ৩জন গুরুতর আহত থাকায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করানো হয়েছে। অন্যান্যদেরকে স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়েছে।

ভালুকা মডেল থানার ওসি শামসুল হুদা খান কালবেলাকে জানান, পুড়িয়ে দেওয়া মোটরসাইকেল উদ্ধার করে থানায় আনা হলেও কাউকে আটক করা সম্ভব হয়নি। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত