যুবলীগ নেতা কবির গ্রেপ্তার

| আপডেট :  ১১ ফেব্রুয়ারি ২০২৫, ০৯:১৯  | প্রকাশিত :  ১১ ফেব্রুয়ারি ২০২৫, ০৯:১৯

দেশজুড়ে চলমান অপারেশন ডেভিল হান্টে চাঁদপুরের শাহরাস্তি উপজেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক মাহফুজুল কবিরকে গ্রেপ্তার করা হয়েছে। মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) দুপুরে শাহরাস্তি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে থেকে তাকে গ্রেপ্তার করা হয়। 

গ্রেপ্তার মাহফুজুল কবির শাহরাস্তি পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের নর বাড়ির বাসিন্দা এবং মেহার দক্ষিণ ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মরহুম আব্দুল আউয়ালের ছেলে। তিনি স্থানীয় একটি প্রাইভেট হাসপাতালের অংশীদার।

শাহরাস্তি মডেল থানার ওসি আবুল বাশার কালবেলাকে বিষয়টি নিশ্চিত করে বলেন, গ্রেপ্তার কবির বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনের বিপক্ষে অবস্থান নিয়ে উসকানিমূলক কর্মকাণ্ড পরিচালিত করেছে। তার বিরুদ্ধে মামলা রয়েছে। আইনি প্রক্রিয়া শেষে তাকে চাঁদপুর আদালতে পাঠানো হবে।

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত