৩১ দফায় খেলাধুলাকেও গুরুত্বারোপ করা হয়েছে : রহমাতুল্লাহ
বিএনপি জনগণের ভোটে সরকার গঠন করলে দেশের প্রতিটি স্কুল-কলেজ-মাদ্রাসাসহ সব শিক্ষাপ্রতিষ্ঠানে খেলাধুলাকে বাধ্যতামূলক করে দেওয়া হবে জানিয়েছেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য আবু নাসের মো. রহমাতুল্লাহ। তিনি বরিশাল সদর উপজেলা বিএনপির ১নং সদস্যও।
সোমবার (২৪ ফেব্রুয়ারি) বরিশাল সদর উপজেলার চরকাউয়া ইউনিয়নে কর্ণকাঠী জিআর মাধ্যমিক বিদ্যালয় ও কলেজ মাঠে চরকাউয়া ইউনিয়ন ক্রিকেট টুর্নামেন্টের চূড়ান্ত প্রতিযোগিতায় পুরস্কার বিতরণীতে প্রধান অতিথি হিসেবে এ কথা বলেন তিনি।
আবু নাসের বলেন, তরুণ প্রজন্মকে সুস্থভাবে গড়ে তুলতে সুস্থ জাতি হিসেবে গড়ে তুলতে ও সঠিক পথে পরিচালিত করতে হলে খেলাধুলার কোনো বিকল্প নেই। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফার যে রূপরেখা দিয়েছেন, সেই রূপরেখার ভেতরে শিক্ষা ব্যবস্থাকে নতুনভাবে ঢেলে সাজানোর পাশাপাশি খেলাধুলাকেও গুরুত্ব দিয়েছেন।
তিনি আরও বলেন, খেলাধুলার মাধ্যমে আমরা নিশ্চিত করতে চাই যাতে আমাদের সন্তানরা সুস্থভাবে গড়ে উঠে। সুস্থ চিন্তার মানসিকতা নিয়ে গড়ে ওঠে। আমাদের সন্তানরা যাতে ভবিষ্যৎ বাংলাদেশের মানুষের প্রত্যাশা নিয়ে নিজেদের ক্যারিয়ার তৈরি করতে পারে।
এ সময় অভিভাবকদের প্রতি পরামর্শস্বরূপ তিনি বলেন, আমাদের সন্তানরা যাতে কখনো কোনো অনৈতিক কাজ ও মাদকের দিকে চলে না যায়। আমাদের খেয়াল রাখতে হবে- আমাদের সন্তানরা কীভাবে পরিপূর্ণভাবে একটি মানবিক সন্তান ও একটি সুসন্তান হিসেবে নিজেকে গড়ে তুলতে পারে।
পাঠ্যপুস্তকে নতুনভাবে বাংলাদেশের প্রকৃত ইতিহাসকে তুলে ধরতে হবে জানিয়ে বিএনপির এই শীর্ষ নেতা উল্লেখ করেন, পাঠ্যপুস্তকে প্রকৃত ইতিহাস তুলে ধরে নতুন প্রজন্ম ও ভবিষ্যৎ প্রজন্মকে সঠিক ইতিহাস জানানোর মাধ্যমে আমরা একটি সুন্দর সমাজ ও একটি সুন্দর বাংলাদেশ গড়তে পারব।
তিনি আরও বলেন, গত ১৭ বছর ধরে ফ্যাসিবাদ আওয়ামী স্বৈরাচার সরকার আমাদের তরুণ প্রজন্ম, ভবিষ্যৎ প্রজন্ম এবং আমাদের সন্তানদের ভুল ইতিহাস শিখিয়েছিল।
সদর উপজেলার কর্ণকাঠী আদর্শ ক্লাবের দাতা সদস্য আব্দুল মতিন সিকদারের সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন চরকাউয়া ইউনিয়ন বিএনপির সাবেক আহ্বায়ক মামুন সরদার গণী, একতা সামাজিক ক্লাবের সভাপতি বাদল কারার, ইউনিয়নের ৭নং ওয়ার্ডের ইউপি সদস্য বিপ্লব হাওলাদার, জেলা ছাত্রদলের সহসভাপতি আসিফ আল মামুন, চরকাউয়া ইউনিয়ন যুবদলের আহ্বায়ক সোহাগ সিকদার প্রমুখ।
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত