ঢাবি ইসলামের ইতিহাস বিভাগ প্রাক্তন ছাত্র সমিতির ইফতার অনুষ্ঠিত
জাঁকজমকভাবে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের প্রাক্তন ছাত্র সমিতির ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বিভাগের প্রাক্তন শিক্ষার্থীদের উপস্থিতিতে মিলন মেলায় রূপ নেয় এই ইফতার মাহফিল।
শনিবার (৮ মার্চ) বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনের অ্যালামনাই ফ্লোরে এ আয়োজন করা হয়। ইফতারের আগমুহূর্তে অতিথিদের উপস্থিতির সঙ্গে সঙ্গে কানায় কানায় পূর্ণ হয়ে ওঠে অ্যালামনাই ফ্লোর। যাদের সঙ্গে এতোদিন দেখা-সাক্ষাতের সুযোগ হয়ে ওঠেনি, তারা কাছের বন্ধুকে পেয়ে মেতে উঠে আড্ডা ও আলাপচারিতায়। স্মৃতিকে ধরে রাখতে ছবি তোলার হিড়িকও পরে যায়। অনেকেই সহপাঠীদের সঙ্গে খোলামেলা আলাপে মেতে ওঠেন।
ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের প্রাক্তন ছাত্র সমিতির সভাপতি শবনম শেহনাজ চৌধুরী দীপার সভাপতিত্বে ও বিভাগের শিক্ষক মোহাম্মদ মাহমুদুর রহমানের পরিচালনায় বক্তব্য দেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রোভিসি (প্রশাসন) অধ্যাপক ড. সায়মা হক বিদিশা, বিভাগের চেয়ারম্যান অধ্যাপক আতাউর রহমান বিশ্বাস, প্রাক্তন ছাত্র সমিতির উপদেষ্টা অধ্যাপক ড. হাবিবা খাতুন, অধ্যাপক মনজুরুল আলম খান, কলা অনুষদের ডিন অধ্যাপক ড. মোহাম্মদ ছিদ্দিকুর রহমান খান প্রমুখ।
ইফতারের পূর্বে বিশেষ দোয়া পরিচালনা করেন বিভাগের অধ্যাপক ড. আতাউর রহমান মিয়াজী। অনুষ্ঠানে বিভাগের শিক্ষক অধ্যাপক ড. মো. মাহফুজুল ইসলাম, অধ্যাপক ড. মুহাম্মদ ইব্রাহিম, ড. একেএম গোলাম রব্বানী, ড. মো. নূরুল আমিন, মো. ওমর ফারুক, এটিএম শামসুজ্জোহা বাবুসহ সহস্রাধিক প্রাক্তন শিক্ষার্থী। ইফতার মাহফিলে দেশ জাতির সমৃদ্ধ কামনায় বিশেষ মুনাজাত করা হয়।
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত