ধর্ষণবিরোধী মঞ্চের আত্মপ্রকাশ, কঠোর আন্দোলনের হুমকি

| আপডেট :  ০৯ মার্চ ২০২৫, ০৪:২৯  | প্রকাশিত :  ০৯ মার্চ ২০২৫, ০৪:২৯

বিশেষ ট্রাইব্যুনাল গঠন করে ধর্ষককে বিচারের আওতায় নিয়ে আসা ও শিশু আছিয়ার ধর্ষকের ফাঁসির দাবি জানিয়ে আত্মপ্রকাশ করেছে ‘ধর্ষণ বিরোধী মঞ্চ’।

শনিবার (৮ মার্চ) রাত দুইটায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের পাদদেশে এ ঘোষণা দেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও গণতান্ত্রিক ছাত্রসংসদের ঢাবি শাখার মুখপাত্র রাফিয়া রেহনুমা হৃদি ও সাবেক সমন্বয়ক উমামা ফাতেমা।

এ সময় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হলের হাজারের অধিক শিক্ষার্থী উপস্থিত ছিলেন। আগামী ২৪ ঘণ্টার মধ্যে এসব দাবি বাস্তবায়নের দাবি জানান শিক্ষার্থীরা।

হৃদি বলেন, যে আমার ছোট বোন আছিয়ার সঙ্গে এই কাজ করেছে তার বাংলাদেশে আর নিঃশ্বাস নেওয়ার কোনো অধিকার নেই। আজ এখান থেকে ‘ধর্ষণ বিরোধী মঞ্চ’ ঘোষণা করা হলো। যতক্ষণ পর্যন্ত বিচার না হবে ততক্ষণ পর্যন্ত লাগাতার কর্মসূচি চলবে।

এ সময় শনিবার সন্ধ্যা সাড়ে সাতটায় ধর্ষকের ফাঁসির দাবিতে মশাল মিছিল বের করার কথাও জানানো হয়।

এর আগে শনিবার সন্ধ্যায় ধর্ষকের প্রকাশ্যে শাস্তির দাবিতে মশাল মিছিল বের করে বিশ্ববিদ্যালয়ের রোকেয়া হলের নারী শিক্ষার্থীরা। এরপর রাত সাড়ে বারোটার দিকে কবি সুফিয়া কামাল হলের নারী শিক্ষার্থীরা মিছিল নিয়ে রাজু ভাস্কর্যের সামনে জড়ো হন। একে একে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হল থেকে মিছিল নিয়ে সেখানে জড়ো হন শিক্ষার্থীরা। পরে রাত দুইটার দিকে কর্মসূচি ঘোষণা করে হলে ফিরে যান আন্দোলনরত শিক্ষার্থীরা।

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত