সোমবার থেকে রামেকে কমপ্লিট শাট ডাউন ঘোষণা

| আপডেট :  ০৯ মার্চ ২০২৫, ০৫:৩৯  | প্রকাশিত :  ০৯ মার্চ ২০২৫, ০৫:৩৯

রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে (রামেক) সোমবার (১০ মার্চ) থেকে কমপ্লিট শাট ডাউনের ঘোষণা দিয়েছে ইন্টার্ন চিকিৎসকরা। রোববার (০৯ মার্চ) রামেক হাসপাতালের চারু মামার ক্যান্টিনে রামেক হাসপাতালের ইন্টার্ন চিকিৎসক ও মেডিকেল কলেজ শিক্ষার্থীদের উদ্যোগে সংবাদ সম্মেলনের এ ঘোষণা দেন তারা।

রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের ইন্টার্ন চিকিৎসক ফোরামের সভাপতি ডা. এম আব্দুল্লাহ এ কর্মসূচি ঘোষণা করেন।

তিনি বলেন, ৫ দফা দাবি আদায়ে দীর্ঘদিন বিক্ষোভ কর্মসূচি ও আন্দোলন করার ফলে কোনো ফলপ্রসূ সমাধানের তথ্য পাওয়া যায়নি। তাই সারা বাংলাদেশের একযোগে আগামী সোমবার থেকে কমপ্লিট শাট ডাউন ঘোষণা করছি। এ কর্মসূচি রামেকেও চলমান থাকবে। পরে ৫ দফা দাবি আদায়ে ব্যত্যয় ঘটলে আগামী ১২ মার্চ থেকে হাসপাতালের জরুরি বিভাগসহ সব সরকারি-বেসরকারি হাসপাতাল ও ক্লিনিকে চিকিৎসাসেবা বন্ধ থাকবে বলে জানান তিনি।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের ইন্টার্ন চিকিৎসক ফোরামের সাধারণ সম্পাদক ডা. অনন্যা রহমান, ইন্টার্ন প্রতিনিধি ডা. মাহমুদুল হাসান, বিডিএস ইন্টার্ন চিকিৎসক ডা. তারিকুল ইসলাম, রাজশাহী মেডিকেল কলেজের শিক্ষার্থী মো. সাকিব রানা প্রমুখ।

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত