পুকুরে সেচ দিতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে প্রাণ গেল যুবকের
ঝালকাঠির নলছিটিতে মোটর দিয়ে পুকুরে সেচ দিতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে রুবেল হাওলাদার (৩২) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।
রোববার (৯ মার্চ) দুপুরে উপজেলার ভৈরবপাশা ইউনিয়নের প্রতাব এলাকায় হাজীবাড়িতে এ ঘটনা ঘটে।
বিষয়টি কালবেলাকে নিশ্চিত করেছেন নলছিটি থানার ওসি আব্দুস সালাম।
নিহত রুবেল হাওলাদার ওই এলাকার মোকাব্বের হাওলাদারের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, দুপুরে মোটর দিয়ে পুকুরের পানি সেচ করছিলেন রুবেল। এ সময় অসাবধানতাবশত বিদ্যুতায়িত হয়ে পড়েন। পরে তাকে উদ্ধার করে ঝালকাঠি সদর হাসপাতালে আনলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
নলছিটি থানার ওসি আব্দুস সালাম জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ বিষয়ে পরবর্তীতে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত