আগে মেসে থাকতেন, এখন কোটি টাকার গাড়িতে চড়েন : বুলু
বিএনপির ভাইস চেয়ারম্যান ও সাবেক মন্ত্রী বরকত উল্লাহ বুলু বলেছেন, আজ যারা নির্বাচন বিলম্বে সহমত প্রকাশ করছে তারা এক সময়ে মেসে দিন কাটিয়েছে। বর্তমানে তারা কোটি কোটি টাকার গাড়িতে চলাফেরা করে, লাখ টাকার মোবাইল ব্যবহার করে, হাজার হাজার টাকা মূল্যের ঘড়ি ব্যবহার করে। আর বেশি দিন নয়, তাদের আরাম-আয়েশ ফুরিয়ে যাবে।
বৃহস্পতিবার (৩ এপ্রিল) বিকেলে নোয়াখালীর বেগমগঞ্জের চৌমুহনীতে ২৪ -এর জুলাই আগস্ট বিপ্লবে শহীদ পরিবারের মাঝে জিয়া ফাউন্ডেশন -এর উদ্যোগে ঈদ সম্মাননা ও উপহার সামগ্রী বিতরণকালে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
এসময় তিনি বলেন, তারেক রহমানের ঐতিহাসিক ভূমিকার কারণে ২৪ -এর জুলাই-আগস্ট বিপ্লব সফল হয়েছে। ’৯০ -এর গণঅভ্যুত্থানে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে যেমনি স্বৈরাচার এরশাদের পতন হয়েছে। তেমনিভাবে তারেক রহমান ২৪ -এর বিপ্লবে বাংলাদেশের ৩২টি রাজনৈতিক দলকে নিয়ে জোট করে বাংলাদেশকে স্বৈরশাসক হাসিনা থেকে মুক্ত করেছেন।
বেগমগঞ্জ উপজেলা যুবদলের আহ্বায়ক রুস্তম আলীর সঞ্চালনায় এতে বক্তব্য রাখেন জেলা বিএনপির সাবেক সদস্য বিএনপি নেত্রী শামীমা বরকত লাকি, উপজেলা বিএনপির সভাপতি কামাক্ষা চন্দ্র দাস, চৌমুহনী পৌর বিএনপির সভাপতি জহির উদ্দিন হারুন, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মাহফুজুল হক আবেদ, পৌর বিএনপির সাধারণ সম্পাদক মোহাম্মদ মহসিন আলম প্রমুখ।
আলোচনা শেষে ’২৪-এর জুলাই আগস্ট বিপ্লবে বেগমগঞ্জ উপজেলাতে শহীদ পরিবারের মাঝে জিয়াউর রহমান ফাউন্ডেশন -এর উদ্যোগে ঈদ উপহারসামগ্রী বিতরণ করা হয়। প্রধান অতিথিসহ অতিথিরা শহীদ পরিবারের হাতে এ উপহারসামগ্রী তুলে দেন।
অনুষ্ঠান শেষে তিনি শহীদ পরিবারের স্বজন এবং সাংবাদিকদের সঙ্গে মধ্যাহ্ন ভোজে মিলিত হন।
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত