বিদেশ যাওয়া নিয়ে উপহাস, অতঃপর…
বাহ্মণবাড়িয়ায় বিদেশ যাওয়া নিয়ে উপহাসের জেরে দুই পক্ষের সংঘর্ষে জামাল মিয়া (৪৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছে।
শনিবার (১২ এপ্রিল) রাতে সদর উপজেলার বুধল ইউনিয়নের খাঁটিহাতা গ্রামে এ ঘটনা ঘটে। নিহত জামাল ওই গ্রামের শনু মিয়ার ছেলে।
স্থানীয়রা জানান, জামাল মিয়ার ছেলে দীর্ঘদিন ধরে প্রবাসে রয়েছে। শিগগিরি জামালের চাচাতো ভাই বাবুলের ছেলেরও বিদেশ যাওয়ার কথা রয়েছে। শনিবার (১২ এপ্রিল) সন্ধ্যায় বাবুল তার চাচাতো ভাই জামালের সাথে ছেলের বিদেশ যাওয়া নিয়ে উপহাস করেন। এ নিয়ে দুজনের মধ্যে তর্কবিতর্ক হয়। এক পর্যায়ে দুই পরিবারের সদস্যরা ইট-পাটকেল ও লাঠিসোঁটা নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়েন। এসময় প্রতিপক্ষের ছোঁড়া একটি ঢিল জামাল মিয়ার মাথায় লাগে। এতে তিনি গুরুতর আহত হন। পরে পরিবারের লোকজন তাকে জেলা সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ব্রাহ্মণবাড়িয়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মোজাফ্ফর হোসেন জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় মামলা দায়ের প্রক্রিয়াধীন রয়েছে। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য ব্রাহ্মণবাড়িয়া জেলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে৷
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত