অস্ত্রের মুখে বিএনপির অঙ্গসংগঠনের নেতাদের ব্যবসা প্রতিষ্ঠান দখল
পটুয়াখালীর বাউফলের বগা ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক মহিউদ্দিন গাজী, স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক রাকিবুল ইসলাম ও যুবদলের সাবেক নেতা শামীম মৃধার নেতৃত্বে অস্ত্রশস্ত্র নিয়ে একটি ব্যবসা প্রতিষ্ঠান দখল নেওয়ার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছে।
মোবাইল ফোনে ধারণ করা ১৫ সেকেন্ডের ওই ভিডিওতে দেখা যায় উপজেলার বগা ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক মহিউদ্দিন গাজী, স্বেচ্ছাসেবক দলের যুগ্ম-আহ্বায়ক রাকিবুল ইসলাম ও যুবদলের সাবেক নেতা শামীম মৃধার নেতৃত্বে ১০-১৫ জনের একটি গ্রুপ রামদা, লোহার রডসহ দেশি অস্ত্রশস্ত্র নিয়ে বগা বন্দর এলাকার সরকারি প্রাইমারি স্কুল এলাকার পুকুর পাড়ের একটি ব্যবসা প্রতিষ্ঠান দখলে নেয়।
এ সময় ‘জিয়ার সৈনিক এক হও’ স্লোগান ধরে গ্রুপটি। ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, দখলে নেওয়া ব্যবসা প্রতিষ্ঠানটির মালিক উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আব্দুল মোতালেব হাওলাদারের ছেলে হাসিবুর রহমান। বিভিন্ন ব্যবসা পরিচালনা করতেন ওই প্রতিষ্ঠানটি থেকে হাসিবুর রহমান।
স্থানীয় সূত্রে আরও জানা গেছে, সরকারি জমি জবর দখল করে আওয়ামী লীগ সরকার ক্ষমতায় থাকাকালীন ওই ব্যবসা প্রতিষ্ঠানটি নির্মাণ করেন হাসিবুর। ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের কতিপয় নেতা ও কর্মী-সমর্থকরা প্রতিষ্ঠানটি দখল করে নিয়ে এবং সেখানে একটি ফাউন্ডেশনের সাইনবোর্ড ঝুলিয়ে দেয়।
এ ব্যাপারে বগা ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক মহিউদ্দিন গাজী বলেন, ভিডিওটি পুরানো। গত ৬ আগস্টের। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোতালেব হাওলাদারের ছোট ছেলে হাসিব সরকারি জমি জবর দখল করে ব্যবসা প্রতিষ্ঠানটি নির্মাণ করেছিল। ফ্যাসিস্ট হাসিনা সরকারের পতনের পর প্রতিষ্ঠানটি অবমুক্ত করে ও সেখানে একটি অফিস করা হয়।
এ বিষয়ে বাউফল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. কামাল হোসেন বলেন, বিষয়টি আমার জানা নেই। ভিডিওটি দেখে দেখে আইনি ব্যবস্থা নেওয়া হবে।
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত