চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারে বন্দি কেএনএফ সদস্যের মৃত্যু

| আপডেট :  ১৫ মে ২০২৫, ০৬:৫৭  | প্রকাশিত :  ১৫ মে ২০২৫, ০৬:৫৭

চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারে লাল প্লে কিং বম নামে কেএনএফ সদস্য এক বন্দির মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১৫ মে) সকাল ৯টায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। কারাগারের কর্ণফুলী ১৫ নম্বর ওয়ার্ডে বন্দি ছিলেন লাল প্লে বম।

২০২৪ সালের ৯ এপ্রিল লাল প্লে বম গ্রেপ্তার হন। একই বছরের ২৬ জুন বান্দরবান থেকে চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারে আনা হয় তাকে। তার বিরুদ্ধে ব্যাংক ডাকাতি অপহরণসহ ৪টি মামলা রয়েছে। বর্তমানে চট্টগ্রাম কারাগারে ১০০ কেএনএফ সদস্য বন্দি রয়েছেন।

চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারের জ্যেষ্ঠ তত্ত্বাবধায়ক ইকবাল হোসেন বলেন, সকাল ৮টার দিকে ঘুম থেকে ওঠে চিৎকার শুরু করেন লাল প্লে বম। হাত-পায়ে খিঁচুনি এসে যায়। প্রথমে তাকে দ্রুত কারা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে অবস্থার অবনতি হলে তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। এ সময় চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। চিকিৎসকেরা জানিয়েছেন, হৃদ্‌যন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে তার মৃত্যু হয়েছে।

চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপপরিদর্শক নুরুল আলম আশেক বলেন, সকালে হাসপাতালে চিকিৎসাধীন একবন্দীর মৃত্যু হয়েছে। তিনি কেএনএফ সদস্য ছিলেন। ময়নাতদন্তের জন্য তার লাশ চট্টগ্রাম মেডিকেল কলেজের মর্গে আনা হয়েছে।

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত