শাহরুখের নতুন রূপে উচ্ছ্বসিত ভক্তরা

| আপডেট :  ০২ জুন ২০২৫, ০৫:৪০  | প্রকাশিত :  ০২ জুন ২০২৫, ০৫:৪০

ফ্যাশনের রাজপথে ইতিহাস গড়ে কিছুদিন আগেই মেট গালার নীল গালিচায় হেঁটেছিলেন বলিউডের কিং শাহরুখ খান। নিউইয়র্কের জমকালো সেই সন্ধ্যায় তার রাজকীয় উপস্থিতি যেন সময়কে থমকে দিয়েছিল। তবে এবারআরও বড় চমক নিয়ে এলেন কিং খান। এক ভক্তের ক্যামেরায় ধরা পড়েছে শাহরুখের একেবারে ভিন্ন, নতুন ও অবাক করার মতো এক রূপ। আর সেই দৃশ্যেই এখন তোলপাড় পুরো নেটদুনিয়া।

ভাইরাল সেই ভিডিওতে দেখা যায়, সাদা ভেস্ট, ডেনিম প্যান্ট, চোখে সানগ্লাস, মাথায় বিনি। তবে সবচেয়ে চমকপ্রদ বিষয় হলো তার পুরো শরীরজুড়ে ভয়ংকর ট্যাটুর ডিজাইন। দেখে মনে হবে যেন কোনো রহস্যময় যোদ্ধা তিনি। হোটেলের লবিতে সাহসী ভঙ্গিতে হেঁটে যাচ্ছেন, এক হাতে জনতাকে শুভেচ্ছা জানাচ্ছেন, সঙ্গে নিরাপত্তা বলয়ে তাকে ঘিরে রেখেছিল তার টিম।

এই ট্যাটু ও দাড়ি-বাইসেপে ভরপুর লুক নিয়ে নেটিজেনদের প্রশ্ন, এটাই কি আসন্ন ‘কিং’ ছবির জন্য শাহরুখের প্রস্তুতি? অনেকে তো বলেই ফেলেছেন, ‘এ লুকে বাদশাহ নয়, তিনি রীতিমতো রাজা।’

এখনই যেটুকু ঝলক দেখা গেছে, তাতেই শাহরুখের অনুরাগীরা তার নতুন রূপ দেখে বেশ উচ্ছ্বসিত। তাদের দাবি, নতুন ছবিতেই এই রূপে ফিরুন কিং খান। 

আর এর চেয়েও বড় খবর,এই ‘কিং’ ছবির হাত ধরেই বড়পর্দায় অভিষেক হতে চলেছে শাহরুখ কন্যা সুহানা খানের। পরিচালনায় রয়েছেন অ্যাকশন-স্পেশালিস্ট সিদ্ধার্থ আনন্দ।

এ ছবিতে সুহানা ও শাহরুখ ছাড়াও অভিনয় করছেন দীপিকা পাড়ুকোন, অভিষেক বচ্চন, রানী মুখার্জি, অনিল কাপুর, জ্যাকি শ্রফ, আরশাদ ওয়ারসি, জয়দীপ আহলাওয়াত এবং অভয় ভার্মা।

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত