করোনায় একজনের মৃত্যু, শনাক্ত ২৭

| আপডেট :  ০২ জুলাই ২০২৫, ১০:১৬  | প্রকাশিত :  ০২ জুলাই ২০২৫, ১০:১৬

দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে একজনের মৃত্যু হয়েছে। এসময়ে ভাইরাসটিতে সংক্রমিত হয়েছেন ২৭ জন।

বুধবার (২ জুলাই) স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়, বুধবার (০২ জুলাই) সকাল ৮টা পর্যন্ত আগের ২৪ ঘণ্টায় ৫১৮ জনের কাছ থেকে নেওয়া নমুনা পরীক্ষা করা হয়। এর মধ্যে ২৭টি নমুনায় করোনার সংক্রমণ শনাক্ত হয়। শনাক্তের হার ৫ দশমিক ২১ শতাংশ।

দেশে এখন পর্যন্ত করোনায় আক্রান্ত মোট রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ২০ লাখ ৫২ হাজার ১৫৪ জনে। আর মৃত্যু হয়েছে ২৯ হাজার ৫২৩ জনের।

২০২০ সালের ৮ মার্চ দেশে প্রথম করোনাভাইরাসে সংক্রমিত রোগী শনাক্তের ঘোষণা দেয় সরকার। করোনায় প্রথম মৃত্যুর কথা জানা যায় ওই বছরের ১৮ মার্চ। এর তিন বছর পর ২০২৩ সালের মে মাসে করোনার কারণে জারি করা বৈশ্বিক জরুরি অবস্থা প্রত্যাহারের ঘোষণা দেয় বিশ্ব স্বাস্থ্য সংস্থা।

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত