মোশাররফ বা রাজ নয়, ‘ওয়ানস আপন আ টাইম ইন ঢাকা’ সিনেমায় শাকিব খান
নব্বই দশকের ঢাকার আন্ডারওয়ার্ল্ড ঘিরে নির্মিতব্য ‘ওয়ানস আপন আ টাইম ইন ঢাকা’ সিনেমায় শুরুতে মোশাররফ করিম ও শরিফুল রাজের নাম শোনা গেলেও শেষ পর্যন্ত এতে অভিনয় করতে যাচ্ছেন শাকিব খান। বুধবার (২ জুলাই) তার সঙ্গে আনুষ্ঠানিক চুক্তি হওয়ার সম্ভাবনা রয়েছে বলেও জানা যায়।
ছবিটি পরিচালনা করছেন ছোট পর্দার নির্মাতা আবু হায়াত মাহমুদ। এটি তার প্রথম চলচ্চিত্র।
চিত্রনাট্য লিখেছেন মেজবাহ উদ্দিন সুমন। সিনেমার গল্প ঢাকার আন্ডারওয়ার্ল্ড থেকে অনুপ্রাণিত।
চলচ্চিত্রটির সঙ্গে সংশ্লিষ্ট একাধিক সূত্র থেকে জানা যায়, প্রাথমিকভাবে মোশাররফ করিম ও শরিফুল রাজের কথা ভাবা হলেও পরে শাকিব খানকে চূড়ান্ত করা হয়।
বুধবার (২ জুলাই) শাকিব খান সিনেমাটিতে চুক্তিবদ্ধ হতে পারেন। আগামী ঈদুল ফিতরে এটি মুক্তি দেওয়ার পরিকল্পনা রয়েছে।
চলচ্চিত্রটিতে আরও অভিনয় করবেন দিলারা জামান, তারিক আনাম খান ও শহীদুজ্জামান সেলিম। তবে পরিচালক কিংবা প্রযোজনা সংস্থা এখনো সিনেমাটি নিয়ে আনুষ্ঠানিকভাবে কোনো মন্তব্য করেননি।
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত