সমু চৌধুরীর ভাইরাল ইস্যুতে নায়ক সাইমনের ক্ষোভ 

| আপডেট :  ১৩ জুন ২০২৫, ০২:০৯  | প্রকাশিত :  ১৩ জুন ২০২৫, ০২:০৯

অভিনেতা সমু চৌধুরীর গামছা পরিহিত অবস্থায় শুয়ে থাকার ছবি ভাইরাল হয়েছে। তিনি ময়মনসিংহে শাহ্ মিসকিনের মাজারে অবস্থান করছিলেন। স্থানীয় বাসিন্দা মো. আল মামুন হৃদয় ছবি তুলে সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করলে তা ভাইরাল হয়ে যায়।

বিষয়টি জানাজানি হলে বৃহস্পতিবার (১২ জুন) দুপুরে জেলার গফরগাঁও পাগলা থানা মুখী এলাকার শাহ্ মিসকিনের মাজারে এই ঘটনায় এলাকাজুড়ে হৈচৈ পড়ে যায়। ঈদের আগেই বেশ কিছু নাটকের কাজ শেষ করে নিজ গ্রাম যশোরে গিয়েছিলেন সমু চৌধুরী। আত্মার শান্তির খোঁজে বিভিন্নি জায়গায় ঘুরে বেড়াচ্ছিলেন। 

একটা সময় তিনি ময়মনসিংহে শাহ্ মিসকিনের মাজারে পৌঁছান। পোশাক না থাকায় গোসলের পর খুব সাধারণভাবে গামছা পরেই মাজারের একটি গাছের নিচে শুয়েছিলেন। কেউ একজন তার ঘুমন্তি ছবি ফেসবুকে পোস্ট করে মানসিক ভারসাম্যহীন বলে অবিহিত করে।  

নিজের মতো সময় কাটানোই কাল হয় তার জন্য। সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া ভিডিও ও ছবি নিয়ে নানা মন্তব্য আসতে থাকে। 

বিষয়টি নিয়ে চিত্রনায়ক সাইমন সাদিক ফেসবুকে লিখেছেন, সমু চৌধুরী ভাই একজন শিল্পী। শিল্পীর নিজস্ব চাওয়াতেই তিনি তার মতো করে জীবন যাপন করতে পছন্দ করতেন,যেটা আপনাদের চোখে এতদিন পড়েনি! আজ তিনি আপন মনে গামছা পরে শুয়ে থাকাতে তাকে আপনারা পাগল বলতেও ছাড়েননি! এ কেমন মনুষ্যত্ব আপনাদের? এ কেমন বোধ…..? উনি কিন্তু সবসময়ই গান-বাজনা,আড্ডা,হৈচৈ করতে পছন্দ করেন। বয়স হওয়াতে আপনাদের চোখে,মানসিক ভারসাম্যহীন মনে হচ্ছে। কথা বলেছেন উনার সাথে কখনো?

সাইমন আরও বলেন, বলে দেখবেন,খুব আরাম পাবেন। কাউকে বিরক্ত না করে,ফালতু ষ্টারডম না দেখিয়ে জীবন কে উপভোগ করেন তিনি। হয়তো অনেক কষ্টকে গোপন করার জন্য। সেই অধিকারটাও আজ আপনারা কেড়ে নিলেন আপনাদের ভিউ নামক সামাজিক ব্যাধির জালে ফেলে! ভাই,দয়া করে মানুষের পরিস্থিতি বোঝে মন্তব্য করুন। কে যানে,এমন ভিউয়ের শি কার আপনি,আমিও হতে পারি!!!

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত