ইরানে ইন্টারনেট চালু করলেন ইলন মাস্ক

| আপডেট :  ১৫ জুন ২০২৫, ০৪:৩৮  | প্রকাশিত :  ১৫ জুন ২০২৫, ০৪:৩৮

ইরান সরকার নিরাপত্তার কারণ দেখিয়ে দেশে স্থল ভিত্তিক ইন্টারনেট বন্ধ করে দিয়েছিলেন। এ অবস্থায় টেক বিলিয়নেয়ার ইলন মাস্ক জানিয়েছেন, তিনি উপগ্রহ নির্ভর ইন্টারনেট সার্ভিস স্টারলিংক সেখানে চালু করেছেন।

শনিবার সকালে এক্সে দেওয়া পোস্টে মাস্ক বলেন, ‘সংযোগ আবার এসেছে।’

ইরানে হামলা ও অস্থিরতা চলায় সরকার অনেক এলাকা বিচ্ছিন্ন করে দিয়েছিল। সমালোচকরা বলছেন, মানুষকে তথ্য পাওয়া ও প্রকাশ করার সুযোগ বন্ধ করাই ছিল এর উদ্দেশ্যে। কিন্তু মাস্কের পদক্ষেপের ফলে আবার অনলাইনে থাকতে পারছে অনেকে।

যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সরকারি সূত্রের বরাতে ওয়াশিংটন টাইমসের প্রতিবেদনে আরও বলা হয়, এই হামলা ইরানের শাসকের বিরুদ্ধে গণঅভ্যুত্থানের সুযোগ তৈরি করতে পারে। ধারণা করা হচ্ছে, সম্ভাব্য আন্দোলন দমন করতেই ইরান সরকার ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন করে দেয়।

শুক্রবারই মার্কিন রক্ষণশীল টকশো সঞ্চালক মার্ক লেভিন এক পোস্টে ইলন মাস্ককে বলেন, তিনি যেন স্টারলিংকের মাধ্যমে ইরানিদের পুনরায় ইন্টারনেট সংযোগ দেন। মার্ক লেভিন মাস্ককে বলেন, স্টারলিংক চালু করা হলে তা ইরানি শাসনের কফিনে শেষ পেরেক ঠুকে দেবে। এরপরই ইলন মাস্ক জানান, স্টারলিংক চালু করা হয়েছে।

উল্লেখ্য, স্টারলিংক হচ্ছে স্পেসএক্সের মালিকানাধীন একটি উপগ্রহভিত্তিক ইন্টারনেট পরিষেবা, যা পৃথিবীর কাছাকাছি কক্ষপথে থাকা হাজার হাজার স্যাটেলাইটের মাধ্যমে দূরবর্তী বা সংযোগবিচ্ছিন্ন এলাকাগুলোতে ইন্টারনেট সরবরাহ করে।

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত