এখন থেকে দেশি প্রতিষ্ঠানের মতোই ঋণ পাবে বিদেশি কোম্পানি

| আপডেট :  ০২ জুলাই ২০২৫, ০৯:৫৮  | প্রকাশিত :  ০২ জুলাই ২০২৫, ০৯:৫৮

বাংলাদেশে ব্যবসা সম্প্রসারণ ও বিএমআরই কার্যক্রমে বহুজাতিক ও বিদেশি কোম্পানিগুলোর জন্য টাকায় ঋণ নেওয়ার শর্ত শিথিল করেছে বাংলাদেশ ব্যাংক। ফলে এখন থেকে এ ধরনের কোম্পানিগুলো দেশীয় বেসরকারি কোম্পানির মতো একই হারে টাকায় ঋণ নিতে পারবে। তবে এ ঋণ কোনোভাবেই কোম্পানির সম্পদ মূল্যের তুলনায় বেশি হতে পারবে না। 

গতকাল বুধবার এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে বাংলাদেশ ব্যাংকের বৈদেশিক মুদ্রা ও নীতি বিভাগ।

প্রজ্ঞাপনে বলা হয়, বাংলাদেশে তিন বছর বা তার বেশি সময় ধরে উৎপাদন বা সেবা খাতে ব্যবসা করছে- এমন বিদেশি মালিকানাধীন বা নিয়ন্ত্রিত কোম্পানিগুলো এখন থেকে দেশি প্রতিষ্ঠানের মতোই স্থানীয় ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান থেকে মেয়াদি ঋণ নিতে পারবে। 

আগে এসব কোম্পানির ক্ষেত্রে ঋণ নেওয়ার জন্য ইকুইটি ও ঋণের অনুপাত ছিল ৬০:৪০। অর্থাৎ ৬০ টাকার সম্পদের বিপরিতে কোম্পানিগুলো ৪০ টাকার ঋণ নিতে পারত। এখন মূলধন অনুপাতে ঋণ সীমা করা হয়েছে ৫০:৫০। অর্থাৎ এখন থেকে ব্যাংকগুলো ইকুইটির সমপরিমাণ ঋণ নিতে পারবেন। এতে বিদেশি কোম্পানিগুলোর পুঁজিবিনিয়োগ ও ব্যবসা সম্প্রসারণে স্থানীয় বাজার থেকে অর্থায়ন আরও সহজ হবে। 

তবে ব্যাংকগুলোকে এই ঋণ দেওয়ার ক্ষেত্রে প্রচলিত ঋণনীতি, ঝুঁকি ব্যবস্থাপনা ও একক ঋণগ্রহীতা সীমা মেনে চলতে হবে বলে জানিয়েছে বাংলাদেশ ব্যাংক।
 

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত