বাংলাদেশ দ্রুত গণতন্ত্রে প্রত্যাবর্তন করবে, আশা চার্লস হোয়াইটলির
বাংলাদেশ সব চ্যালেঞ্জ অতিক্রম করে শিগগিরই গণতান্ত্রিক ধারায় ফিরে আসবে বলে আশা প্রকাশ করেছেন ইউরোপিয়ান এক্সটার্নাল অ্যাকশন সার্ভিসের (ইইএএস) দক্ষিণ এশিয়া ডিভিশনের হেড এবং বাংলাদেশে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) সাবেক রাষ্ট্রদূত চার্লস হোয়াইটলি।
বুধবার (২ জুলাই) বেলজিয়ামের রাজধানী ব্রাসেলসে বিএনপির একটি প্রতিনিধিদলের সাথে বৈঠকে এ আশাবাদ ব্যক্ত করেন তিনি।
বৈঠকে আরও উপস্থিত ছিলেন ইইএএসের সাউথ এশিয়া ডেস্কের দুই কর্মকর্তা লেন ভিলাডসেন ও রোশান লিম্যান। বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী ড. আবদুল মঈন খান বৈঠকে ভার্চুয়ালি সংযুক্ত হন।
বিএনপির প্রতিনিধিদলে আরও ছিলেন- দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের মানবাধিকার বিষয়ক উপদেষ্টা এবং বিএনপির ফরেইন রিলেশন্স কমিটি ও মিডিয়া সেলের সদস্য ব্যারিস্টার আবু সায়েম, দলের জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও বেলজিয়াম বিএনপির সভাপতি সাইদুর রহমান লিটন, বেলজিয়াম বিএনপির সাধারণ সম্পাদক ও বিএনপির ফরেইন রিলেশন্স কমিটির সদস্য ইকবাল হোসেন বাবু, যুবদল কেন্দ্রীয় কমিটির সাবেক আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক মোহাম্মদ খায়রুজ্জামান লিংকন।
বৈঠকের বিষয়টি নিশ্চিত করে ব্যারিস্টার আবু সায়েম কালবেলাকে বলেন, বৈঠকে বাংলাদেশের বর্তমান রাজনীতি, অন্তর্বর্তী সরকারের কার্যক্রম, মানবাধিকার পরিস্থিতি এবং আসন্ন জাতীয় নির্বাচনের সম্ভাব্য চ্যালেঞ্জগুলো নিয়ে আলোচনা হয়েছে। চার্লস হোয়াইটলি বাংলাদেশের জনগণের প্রতি অকুণ্ঠ সমর্থন পুনর্ব্যক্ত করেন। তিনি আশা প্রকাশ করেন, বাংলাদেশ সব চ্যালেঞ্জ অতিক্রম করে শিগগিরই গণতান্ত্রিক ধারায় ফিরে আসবে।
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত