৫০০ কোটির ক্লাবে আমির খানের যে চার সিনেমা
বলিউডের জনপ্রিয় অভিনেতা আমির খান দীর্ঘদিন ধরেই পরিচিত ‘মিস্টার পারফেকশনিস্ট’ নামে। ১৯৭৩ সালে শিশুশিল্পী হিসেবে যাত্রা শুরু করলেও ১৯৮৮ সালে ‘কেয়ামত সে কেয়ামত তক’ দিয়ে বলিউডে নায়ক হিসেবে অভিষেক ঘটে তার। তিন দশকের বেশি সময়ের ক্যারিয়ারে আমির উপহার দিয়েছেন অনেক দর্শকপ্রিয়, চিন্তাশীল এবং ব্যবসাসফল সিনেমা।
২০২২ সালের শেষ দিকে হঠাৎই অভিনয় থেকে সাময়িক বিরতির ঘোষণা দিয়ে আলোচনায় আসেন তিনি। তবে এক বছরের বিরতি শেষে ২০২৫ সালের ২০ জুন ‘সিতারে জমিন পার’ দিয়ে আবার বড় পর্দায় ফেরেন। মুক্তির মাত্র ১১ দিনের মাথায় সিনেমাটি ২০২ কোটি রুপি আয় করে আবারও প্রমাণ করে দেন তার তারকাখ্যাতি অটুট।
কিন্তু আমির খানের ক্যারিয়ারে এমন চারটি সিনেমা রয়েছে, যেগুলো বিশ্বব্যাপী বক্স অফিসে ৫০০ কোটির গণ্ডি পেরিয়েছে। নিচে সেসব সিনেমার বিস্তারিত :
ধুম থ্রি
ধুম থ্রি মুক্তি পায় ২০১৩ সালে। এটি পরিচালনা করেন বিজয় কৃষ্ণা আচার্য। যশ রাজ ফিল্মস প্রযোজিত সিনেমাটি প্রায় ৫৫৮ কোটি রুপি আয় করে। এতে অভিনয় করেন আমির খান, ক্যাটরিনা কাইফ, অভিষেক বচ্চন ও উদয় চোপড়া। এই অ্যাকশন-থ্রিলার সিনেমায় আমির খান অভিনয় করেন দ্বৈত চরিত্রে—এক ভাই প্রতিবন্ধী, আরেকজন প্রতিশোধপরায়ণ জাদুকর। ভিএফএক্স, মারধর ও চমকপ্রদ গল্পে ভরপুর এই সিনেমাটি ছিল বলিউডের ইতিহাসে অন্যতম হাইপ তোলা ছবি।
পিকে
পিকে ২০১৪ সালে মুক্তি পায়। রাজকুমার হিরানি পরিচালিত সিনেমাটির মোট আয় প্রায় ৭৯২ কোটি রুপি। এতে অভিনয় করেন আমির খান, আনুশকা শর্মা ও সঞ্জয় দত্ত। ধর্ম ও বিশ্বাস নিয়ে প্রশ্ন তোলা এক ব্যতিক্রমী সিনেমা। ভিনগ্রহবাসীর ভূমিকায় আমির খান অনন্য অভিনয় উপহার দেন। সিনেমাটি যেমন বিতর্কের জন্ম দেয়, তেমনি বিশ্বব্যাপী বিপুল প্রশংসাও পায়। আমির ছাড়া এমন চরিত্রে অন্য কাউকে কল্পনাও করা কঠিন।
দঙ্গল
আমির খানের সর্বোচ্চ আয়কৃত সিনেমা দঙ্গল মুক্তি পায় ২০১৭ সালে। নীতেশ তিওয়ারি পরিচালিত সিনেমাটি বিশ্বব্যাপী মোট আয় করে ১৯৭০-২০৭০ কোটি রুপি। বিশেষ করে চীনে সিনেমাটি ব্যাপক আয় করে। এতে অভিনয় করেন আমির খান, ফাতিমা সানা শেখ ও সানিয়া মালহোত্রা। ভারতীয় কুস্তিগীর মহাবীর ফোগাট ও তার দুই মেয়ের সংগ্রামের গল্প নিয়ে তৈরি এই সিনেমাটি ভারত ছাড়াও চীনে ব্যাপক সাড়া ফেলে। নারীর ক্ষমতায়ন, পিতৃত্ব, আত্মত্যাগ- সবকিছুর এক অনবদ্য সংমিশ্রণ ‘দঙ্গল’। চীনা দর্শকদের কাছে এটি হয়ে ওঠে এক আবেগঘন অনুপ্রেরণা।
সিক্রেট সুপারস্টার
অদ্বৈত চন্দন সিক্রেট সুপারস্টার সিনেমাটি ২০১৭ সালে মুক্তি পায়। সিনেমাটি মোট আয় করে ৯১২ দশমিক ৭৫ কোটি রুপি। এতে অভিনয় করেন জাইরা ওয়াসিম, মেহের ভিজ ও আমির খান। এক কিশোরীর গায়িকা হওয়ার স্বপ্ন আর পরিবারের প্রতিবন্ধকতা পেরিয়ে এগিয়ে যাওয়ার কাহিনি। ইনসিয়া নামে চরিত্রটির জীবনের প্রতিটি পর্যায়ে আবেগ ও বাস্তবতার মিল পাওয়া যায়। আমির খান এখানে মূল চরিত্রে না থাকলেও তার উপস্থিতি দর্শকপ্রিয়তায় ভূমিকা রাখে। সিনেমাটি চীনে আবারও আমিরের জনপ্রিয়তা প্রমাণ করে দেয়।
আমির খানের সিনেমা মানেই শুধু বিনোদন নয়, বরং সামাজিক বার্তা, আবেগ আর অভিনয়ের নান্দনিক প্রকাশ। বলিউডে অনেক তারকা থাকলেও, প্রতি সিনেমায় নিজেকে ভেঙে গড়ে নেওয়ার মধ্যে আমির খান অনন্য। তার ৫০০ কোটির বেশি আয় করা এই চারটি সিনেমা শুধু বাণিজ্যিক নয়, ভারতীয় চলচ্চিত্রের ইতিহাসেও গৌরবময় জায়গা করে নিয়েছে।
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত