মেয়ের বাড়িতে যাওয়া হলো না বৃদ্ধ বাবার
মেয়ের বাড়িতে দাওয়াতে যাওয়া হলো না বৃদ্ধ পিতা সোলায়মান মাতুব্বরের (৭০)। নিজ বাড়ি থেকে বের হয়ে বাড়ির সামনের রেললাইনে ট্রেনের ধাক্কায় প্রাণ হারালেন তিনি।
শনিবার (৫ জুলাই) সকাল ৮টায় ফরিদপুরের ভাঙ্গা উপজেলার আলগি ইউনিয়নের বালিয়াচরা গ্রামের কওমি মাদ্রাসার সামনে এ মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটেছে।
সোলায়মান মাতুব্বর বালিয়াচরা গ্রামের মরহুম রহম মাতুব্বরের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, সোলায়মান মাতুব্বর পার্শ্ববর্তী বালিয়া গ্রামে মেয়ের জামাই বাড়িতে দাওয়াতে যেতে বাজার-সদাই করে রেললাইনের রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিলেন। বয়সের ভারে তিনি কানে কম শুনতেন। এসময় খুলনা থেকে ঢাকাগামী জাহানারাবাদ এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় সোলায়মান রাস্তার খাদে ছিটকে পড়ে যান। এসময় মাথায় গুরুতর আঘাতে ঘটনাস্থলে তার মৃত্যু হয়।
এ বিষয়ে ভাঙ্গা রেল পুলিশের উপপরিদর্শক (এসআই) সাকুর হোসেন জানান, বৃদ্ধ লোকটি কানে কম শুনতেন, তিনি হেঁটে রেল রাস্তা পার হচ্ছিলেন। এ সময় জাহানাবাদ এক্সপ্রেসের ধাক্কায় ছিটকে পড়ে তিনি মারা যান। তার পরিবারের আবেদনের প্রেক্ষিতে বৃদ্ধের সুরতহাল করে পরিবারের নিকট লাশ হস্তান্তর করা হয়েছে।
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত