ঢাবিতে সনাতনী জোটের বিক্ষোভ

| আপডেট :  ০৫ জুলাই ২০২৫, ০৬:০৭  | প্রকাশিত :  ০৫ জুলাই ২০২৫, ০৬:০৭

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) সংস্কৃত বিভাগের সহকারী অধ্যাপক কুশল বরণ চক্রবর্তীকে লাঞ্ছিত করার প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ করেছে বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোট। 

শুক্রবার (০৪ জুলাই) রাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) রাজু ভাস্কর্যের সামনে এ বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। এ সময় জোটের নেতারা কুশল বরণ চক্রবর্তীর যথাযথ নিরাপত্তা প্রদানের দাবি জানান। 

কুশল বরণ চক্রবর্তী সনাতন বিদ্যার্থী সংসদ বাংলাদেশের সাবেক সভাপতি ও বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোটের সহমুখপাত্র। সমাবেশে সম্মিলিত সনাতনী জাগরণ জোটের প্রতিনিধি ও বাংলাদেশ সনাতন পার্টির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সুমন কুমার রায় বলেন, দেশে আজ সর্বত্র মবতন্ত্র বিরাজ করছে। দেশে কোথায় আইনের শাসন নেই। দেশে এক হীরক রাজার শাসন চলছে। দেশে কোনো সরকার আছে বলে মনে হচ্ছে না। আলিফ-লায়লার আলাউদ্দিনের আশ্চর্য প্রদীপের দৈত্যকে হুকুম দিলে যেমন তা বাস্তবায়ন করতো, সেভাবে দেশে সব মবতন্ত্র বাস্তবায়ন হচ্ছে। 

তিনি বলেন, কুশল বরণকে শুক্রবার (০৪ জুলাই) দুপুরে মৌলবাদীরা লাঞ্ছিত করেছে। একজন শিক্ষককে কেউ এভাবে লাঞ্ছিত করতে পারে না। আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। অনতিবিলম্বে তাকে পদোন্নতি প্রদানের পাশাপাশি একাডেমিক কার্যক্রম থেকে অব্যাহতি বাতিলের দাবি জানাচ্ছি। 

এ সময় ড. ইউনূস সরকার দেশ চালাতে ব্যর্থ হয়েছেন বলে অভিযোগ করেন বাংলাদেশ হিন্দু পরিষদ কেন্দ্রীয় কমিটির মুখপাত্র সাজন কুমার মিশ্র।

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত