নারীদের বীরত্বপূর্ণ অবদানে জুলাই উইমেন্স ডে উদযাপন

| আপডেট :  ১৫ জুলাই ২০২৫, ০১:৩৯  | প্রকাশিত :  ১৫ জুলাই ২০২৫, ০১:৩৯

জুলাই গণঅভ্যুত্থানে ঢাকা বিশ্ববিদ্যালয়সহ অন্যান্য শিক্ষাপ্রতিষ্ঠানের নারী শিক্ষার্থীদের বীরত্বপূর্ণ অবদানের স্মৃতিচারণায় আড়ম্বরপূর্ণ আয়োজনে পালিত হয়েছে জুলাই উইমেন্স ডে।

সোমবার (১৪ জুলাই) সন্ধ্যা সাড়ে ছয়টায় কেন্দ্রীয় শহীদ মিনারে এ অনুষ্ঠান শুরু হয়। 

ঢাকা বিশ্ববিদ্যালয়সহ অন্যান্য শিক্ষাপ্রতিষ্ঠানের নারী শিক্ষার্থীদের বিপুল অংশগ্রহণে বেশ উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠানটি সম্পন্ন হয়।

সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়, মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়, বাংলাদেশ শিল্পকলা একাডেমি এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের যৌথ উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অন্তর্বর্তী সরকারের আইন উপদেষ্টা আসিফ নজরুল, সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা মোস্তফা সরওয়ার ফারুকী, শিক্ষা উপদেষ্টা চৌধুরী রফিকুল আবরার, নারী ও শিশু বিষয়ক উপদেষ্টা শারমিন মুর্শিদ, ঢাবি উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান প্রমুখ। 

অনুষ্ঠানে জুলাইকে উপজীব্য করে নির্মিত বেশ কয়েকটি প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হয়। এছাড়াও, সেখানে সঙ্গীত পরিবেশন করেন জনপ্রিয় সঙ্গীত শিল্পী ফারজানা ওয়াহিদ শায়ান, এলিটা করিম, পারশা মেহজাবিনসহ বিভিন্ন ব্যান্ডের শিল্পীরা। 

এসময়, জুলাই গণঅভ্যুত্থানে বীরত্বপূর্ণ অবদানের স্মৃতিচারণ করেন নারী শিক্ষার্থীরা। পাশাপাশি, জুলাইয়ের শহিদ পরিবারের সদস্য ও আহতরা তাদের স্মৃতিচারণ করেন। এছাড়াও, অনুষ্ঠানে ড্রোন শো এর মাধ্যমে জুলাই গণ-অভ্যুত্থানের বিভিন্ন স্মৃতিচিহ্ন তুলে ধরা হয়।

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত