মাইলস্টোন ট্র্যাজেডি : নিহতদের স্মরণে ঢাকা বারের দোয়া মাহফিল

| আপডেট :  ২৪ জুলাই ২০২৫, ০৪:৫৮  | প্রকাশিত :  ২৪ জুলাই ২০২৫, ০৪:৫৮

মাইলস্টোন স্কুল এন্ড কলেজে মর্মান্তিক বিমান দুর্ঘটনায় নিহতদের আত্মার মাগফিরাত ও আহতদের সুস্থতা কামনায় পবিত্র কোরআন তেলাওয়াত ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে৷ 

বুধবার (২৩ জুলাই) বিকেলে ঢাকা আইনজীবী সমিতি এ আয়োজন করেন। 

দোয়া মাহফিলে ঢাকা মহানগর দায়রা জজ আদালতের বিচারক জাকির হোসেন গালিব প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। তিনি বলেন, যে দৃশ্য দেখেছি, তা সহ্য করার মতো না। এজন্য টিভি পর্যন্ত দেখা বন্ধ করে দিয়েছি। যাদের সন্তান মারা গেছে তার বাবা-মা কীভাবে সহ্য করছেন জানি না। যারা নিহত হয়েছে, এখন তাদের জন্য দোয়া করা ছাড়া আমাদের কিছু করার নেই। তারা শহীদের মর্যাদা পাবেন, সেই দোয়া করি। 

দোয়া মাহফিলে ঢাকা আইনজীবী সমিতির সভাপতি খোরশেদ মিয়া আলমের সভাপতিত্বে ঢাকার প্রথম অতিরিক্ত মহানগর দায়রা জজ ইব্রাহিম মিয়া, সমিতির সাধারণ সম্পাদক সৈয়দ নজরুল ইসলাম, সহসভাপতি আব্দুর রাজ্জাক, জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম ঢাকা বার ইউনিটের আহ্বায়ক খোরশেদ আলম, সদস্যসচিব নিহার হোসেন ফারুক প্রমুখ উপস্থিত ছিলেন। 

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত