রাণীশংকৈলে বজ্রপাতে নৈশপ্রহরীর মৃত্যু 

| আপডেট :  ২৪ জুলাই ২০২৫, ০৪:৪৬  | প্রকাশিত :  ২৪ জুলাই ২০২৫, ০৪:৪৬

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে বজ্রপাতে আবু সাঈদ (৫০) নামে এক নৈশপ্রহরীর মৃত্যু হয়েছে। 

বুধবার (২৩ জুলাই) বিকেলে উপজেলার লেহেম্বা ইউনিয়নের গোগর গ্রামের অন্তার বিলের মাঠে এ ঘটনা ঘটে।

নিহত আবু সাঈদ ওই গ্রামের খয়রাত আলী ছেলে। তিনি দীর্ঘদিন গোগর চৌরাস্তা বাজারে নৈশ প্রহরী হিসেবে দায়িত্ব পালন করেছেন। পাশাপাশি একটি মুদি দোকান করতেন।  

স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার ওই এলাকার অন্তার বিলের মাঠে বিকেলে আমন ধানের জমিতে সেচ দিতে যায় আবু সাঈদ। কিছুক্ষণের মধ্যেই বৃষ্টি শুরু হয় এ সময় বজ্রপাত শুরু হলে বজ্রপাতের শিকার হয়ে ঘটনাস্থলে তার মৃত্যু হয়। 

এ বিষয়ে রাণীশংকৈল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরশেদুল হক বলেন, বজ্রপাতে এক কৃষকের মৃত্যুর খবর শুনেছি। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। 

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত