ছিনতাইকারীর ছুরিকাঘাতে ব্যবসায়ী নিহত

| আপডেট :  ৩০ জুলাই ২০২৫, ০১:৫৮  | প্রকাশিত :  ৩০ জুলাই ২০২৫, ০১:৫৮

ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে রাতে দোকান বন্ধ করে বাড়ি ফেরার পথে ছিনতাইকারীর ছুরিকাঘাতে মোস্তফা কামাল নামে এক ব্যবসায়ী নিহত হয়েছেন। মঙ্গলবার (২৯ জুলাই) রাত ১১টার দিকে উপজেলার কালিকচ্ছ ইউনিয়নের নন্দীপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত ব্যবসায়ী মোস্তফা কামাল কালিকচ্ছ নন্দীপাড়া গ্রামের সাবেক বিডিআর সদস্য যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা মরহুম মমিন মিয়ার ছেলে।

পরিবারের সদস্যরা জানান, মোস্তফা কামাল রাতে দোকান বন্ধ করে বাড়ি ফিরছিলেন। পথে বাড়ির কাছেই রাস্তায় কে বা কারা তাকে মাথায় ও ঘাড়ে কুপিয়ে রক্তাক্ত অবস্থায় ফেলে যায়। পরে একজন পথচারী তাকে রক্তাক্ত অবস্থায় রাস্তার পাশে পড়ে থাকতে দেখে বাড়িতে পরিবারের লোকদের খবর দেন। সেখান থেকে তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

সরাইল থানার ওসি মোরশেদুল আলম বলেন, কীভাবে এ হত্যাকাণ্ড হয়েছে বিস্তারিত জানার চেষ্টা চলছে। তদন্ত শেষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত