প্রেস সচিবকে নিয়ে অপপ্রচার শনাক্ত

| আপডেট :  ০৩ আগস্ট ২০২৫, ০৪:৪৮  | প্রকাশিত :  ০৩ আগস্ট ২০২৫, ০৪:৪৮

প্রধান উপদেষ্টা ড. মোহাম্মদ ইউনূসের প্রেস সচিব শফিকুল আলমকে ঘিরে ছড়ানো বিভ্রান্তিকর তথ্য ও অপপ্রচার শনাক্ত করেছে ‘বাংলাফ্যাক্ট’।

শনিবার (৩ আগস্ট) নিজেদের ফেসবুক পোস্টে এ তথ্য জানিয়েছে বাংলাফ্যাক্ট।

বাংলাফ্যাক্টের তথ্যমতে, কালের কণ্ঠের একটি ফটোকার্ডে প্রেস সচিবের উদ্ধৃতি দিয়ে বলা হয়েছে, ‘যুক্তরাষ্ট্রের সঙ্গে যেসব চুক্তি হয়েছে, সেগুলো আসলে নন-ডিসপোজাল (অপ্রকাশ্য)। অনেক কিছু জানলেও এখন বলা সম্ভব নয়। তবে বাংলাদেশের স্বার্থ বিসর্জন দিয়ে কোনো চুক্তি করা হয়নি। কোনো সামরিক চুক্তিও হয়নি।’

বাংলাফ্যাক্টের অনুসন্ধানে দেখা গেছে, প্রেস সচিব শফিকুল আলম এমন কোনো মন্তব্য করেননি। অথচ সামাজিক যোগাযোগমাধ্যমে তার নামে ভুয়া বক্তব্য বা মন্তব্য ছড়িয়ে বিভ্রান্তি তৈরি করা হচ্ছে।

প্রেস ইনস্টিটিউট বাংলাদেশের (পিআইবি) ফ্যাক্টচেক ও মিডিয়া গবেষণা টিম বাংলাফ্যাক্ট জানিয়েছে, দেশে চলমান গুজব, ভুয়া খবর ও অপতথ্য প্রতিরোধ করে জনগণের কাছে সঠিক তথ্য পৌঁছে দেওয়ায় দায়িত্ব পালন করে যাচ্ছে তারা।

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত