ধর্মীয় সভার নামে ২২ কোটি টাকার চাল আত্মসাৎ

| আপডেট :  ০৩ আগস্ট ২০২৫, ০৪:২৭  | প্রকাশিত :  ০৩ আগস্ট ২০২৫, ০৪:২৭

গাইবান্ধার গোবিন্দগঞ্জে ধর্মীয় সভার নামে বরাদ্দকৃত ২২ কোটি টাকার চাল আত্মসাতের অভিযোগ ওঠে সাবেক সংসদ সদস্য আবুল কালাম আজাদের বিরুদ্ধে। এ ঘটনায় দুদকের দায়ের করা মামলায় আজাদসহ ১৫ জনকে অর্ন্তভুক্ত করে আদালতে চার্জশিট দাখিল করা হয়েছে। 

জানা গেছে, ২০১৬-১৭ অর্থবছরে উপজেলার ২ হাজার ২৫৩টি ধর্মীয় সভার নামে ৫ হাজার ৮২৩ টন সরকারি চাল বরাদ্দ হয়। কিন্তু তৎকালীন সংসদ সদস্য আবুল কালাম আজাদের যোগসাজশে সংশ্লিষ্ট ইউপি চেয়ারম্যান, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও পৌর কাউন্সিলর বরাদ্দের চাল আত্মসাৎ করেন। 

এরই পরিপ্রেক্ষিতে ২০২১ সালের ২৬ আগস্ট গোবিন্দগঞ্জ উপজেলার ১৬ ইউপি চেয়ারম্যানসহ ২৫ জনের বিরুদ্ধে দুদকের রংপুর কার্যালয়ের সহকারী পরিচালক হোসাইন শরীফ বাদী হয়ে মামলা করেন। মামলার তদন্তকারী কর্মকর্তা দুদক রংপুর অঞ্চলের কমিশনার (তদন্ত) মো. আলী আকবর আজিজ তদন্ত শেষে পাঁচ বছর পর সম্প্রতি মামলার এজাহার নামীয় ২৫ জনের মধ্যে ১০ জনকে অব্যাহতি দিয়ে ১৫ জনকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট দাখিল করেন।

অভিযুক্তরা হলেন, গোবিন্দগঞ্জের তাৎকালীন সংসদ সদস্য আবুল কালাম আজাদ, সংরক্ষিত মহিলা আসনের সাবেক মহিলা এমপি উম্মে কুলসুল স্মৃতি, সাপমারা ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান শাকিল আলম বুলবুল, দরবস্ত ইউপি চেয়ারম্যান শরিফুল ইসলাম জর্জ, চালের আরতদার ফয়জুল ইসলাম, তালুককানুপুর ইউপি চেয়ারম্যান আতিকুর রহমান আতিক, নাকাই ইউপি চেয়ারম্যান আব্দুল কাদের প্রধান, ফুলবাড়ী ইউপি চেয়ারম্যান আব্দুল মান্নান মোল্লা, গুমানীগঞ্জ ইউপি চেয়ারম্যান শরিফ জগলুল রশিদ রিপন, কামারদহ ইউপি চেয়ারম্যান শরিফুল ইসলাম রতন,শিবপুর ইউপি চেয়ারম্যান সেকেন্দার আলী মন্ডল, উপজেলা ভাইস চেয়ারম্যান আকতারা বেগম রুপা, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক আব্দুল আহাদ, গোলাপবাগ খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা মোজাম্মেল হক ও কামদিয়া খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা হেমন্ত কুমার বর্মন। 

মামলা থেকে অব্যাহতি পেয়েছেন, উপজেলার তাৎকালীন প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) জহিরুল ইসলাম, কামদিয়া ইউপি চেয়ারম্যান মোশাহেদ হোসেন চৌধুরী বাবলু, কাটাবাড়ী ইউপি চেয়ারম্যান রেজাউল করিম রফিক, শাখাহার ইউপি চেয়ারম্যান তাহাজুল ইসলাম, রাজাহার ইউপি চেয়ারম্যান আব্দুল রতিফ সরকার, রাখালবুরুজ ইউপি চেয়ারম্যান শাহাদত হোসেন, কোচাশহর ইউপি চেয়ারম্যান মোশারফ হোসেন, শালমারা ইউপি চেয়ারম্যান আমির হোসেন শামিম, পৌরসভার মহিলা কমিশনার গোলাপি বেগম ও মহিমাগঞ্জ ইউপি চেয়ারম্যান আব্দুল লতিফ প্রধান।

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত