বৈষম্যহীন চাকরির বাজার তৈরিতে ডিজিটাল স্টার্টআপের ভূমিকা নিয়ে ডিডের সভা

| আপডেট :  ০৬ আগস্ট ২০২৫, ১২:১২  | প্রকাশিত :  ০৬ আগস্ট ২০২৫, ১২:১২

‘জুলাই গণ–অভ্যুত্থান দিবস’ উপলক্ষে ৫ আগস্ট ডিজিটাল উদ্যোক্তা ও উদ্ভাবন ইকোসিস্টেম উন্নয়ন প্রকল্পের (ডিড) উদ্যোগে ‘বাংলাদেশে বৈষম্যহীন চাকরির বাজার তৈরিতে ডিজিটাল স্টার্টআপের ভূমিকা’ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। 

সভায় স্টার্টআপ ফাউন্ডাররা বৈষম্যহীন চাকরির বাজার তৈরিতে তাদের অভিজ্ঞতা ও গঠনমূলক পরামর্শ তুলে ধরেন। আলোচনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডিডের প্রজেক্ট ম্যানেজমেন্ট স্পেশালিস্ট মো. সিদ্দিকুর রহমান। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন স্টার্টআপ অ্যান্ড স্কেলআপ প্রোগ্রামের ন্যাশনাল কোঅর্ডিনেটর আরিফুর রহমান।

বাংলাদেশ হাইটেক পার্ক কর্তৃপক্ষের ডিজিটাল উদ্যোক্তা ও উদ্ভাবন ইকো সিস্টেম উন্নয়ন প্রকল্পের পরিচালক মনজুর মোহাম্মদ শাহরিয়ার প্রধান অতিথি হিসেবে বলেন, আমি বৈষম্যহীন চাকরির বাজার গড়ে তুলতে ডিজিটাল স্টার্টআপগুলির অবদান, অন্তর্ভুক্তিমূলক নিয়োগ প্রক্রিয়া এবং সবার জন্য সমান সুযোগ সৃষ্টির প্রয়োজনীয়তা বিষয়ে দিকনির্দেশনা প্রদান করি। ডিজিটাল উদ্ভাবন ও উদ্যোক্তা উন্নয়নের মাধ্যমে বৈষম্যহীন, অন্তর্ভুক্তিমূলক ও টেকসই চাকরির বাজার গড়ে তোলাই আমাদের সম্মিলিত লক্ষ্য।

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত