সাফল্যে তারাগঞ্জ, সেরা ইউএনও রুবেল রানা
রংপুর বিভাগের মধ্যে জন্ম ও মৃত্যু নিবন্ধনে সর্বোচ্চ সাফল্য অর্জন করেছে রংপুর জেলার তারাগঞ্জ উপজেলা। জাতীয় জরিপে সারা দেশের মধ্যে উপজেলাটি দ্বিতীয় স্থান অর্জন করেছে, আর এই সাফল্যের মূল কারিগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. রুবেল রানা। তার অনন্য নেতৃত্ব ও সমন্বিত কার্যক্রমের ফলে উপজেলা প্রশাসন এ সাফল্য অর্জন করে।
স্থানীয় সরকার বিভাগের রেজিস্ট্রার জেনারেল ‘জন্ম ও মৃত্যু নিবন্ধন’ কার্যালয় এবং বিভাগীয় কমিশনার কার্যালয়ের যৌথ মূল্যায়ন অনুযায়ী, ২০২৪-২৫ অর্থবছরে তারাগঞ্জ উপজেলায় নিবন্ধনের লক্ষ্যমাত্রা ছাড়িয়ে ১৩৩ দশমিক ৪০ শতাংশঅর্জিত হয়েছে। জাতীয় পর্যায়ে প্রথম হয়েছে চট্টগ্রামের বাঁশখালী উপজেলা (১৩৫ দশমিক ২২ শতাংশ) এবং তৃতীয় হয়েছে একই জেলার সীতাকুণ্ড উপজেলা।
তথ্য অনুসারে, এটি শুধু পরিসংখ্যানগত অগ্রগতি নয়, বরং স্থানীয় জনপ্রতিনিধি, ইউনিয়ন সচিব, গ্রাম পুলিশ, ডিজিটাল সেন্টারের উদ্যোক্তা এবং উপজেলা প্রশাসনের সক্রিয় অংশগ্রহণের ফল।
নিবন্ধন কার্যক্রম সফল করতে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে মাঠপর্যায়ে নিয়মিত মনিটরিং, পুরস্কারভিত্তিক প্রতিযোগিতা, বাড়ি বাড়ি গিয়ে তথ্য সংগ্রহ, স্কুল-কলেজে সচেতনতামূলক প্রচার এবং অনলাইন প্ল্যাটফর্মে নিবন্ধনের উপর গুরুত্বারোপ করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রুবেল রানা বলেন,
এই অর্জন কেবল আমার বা উপজেলা প্রশাসনের একার নয়—এটি পুরো তারাগঞ্জবাসীর সম্মিলিত প্রয়াসের ফল। ইউনিয়ন চেয়ারম্যান, উদ্যোক্তা, গ্রাম পুলিশসহ সংশ্লিষ্ট সবাইকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই। ভবিষ্যতেও এই ধারাবাহিকতা বজায় রাখতে সকলে যেন একসাথে কাজ করে, সেটাই প্রত্যাশা।
তিনি আরও বলেন,
এই অভাবনীয় সাফল্য দেশের অন্যান্য উপজেলার জন্য একটি অনুকরণীয় উদাহরণ হয়ে থাকবে।
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত