ঢাকা কলেজের সাতক্ষীরা ছাত্রকল্যাণের ইফতার
ঢাকা কলেজস্থ সাতক্ষীরা জেলা ছাত্রকল্যাণ পরিষদের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৮ মার্চ) কলেজের অর্থনীতি বিভাগের ১০ নম্বর গ্যালারিতে এ আয়োজন সম্পন্ন হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা-৪ আসনের সাবেক সংসদ সদস্য গাজী নজরুল ইসলাম।
এছাড়া, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন— বাংলাদেশ জামায়াতে ইসলামী উত্তরা থানা আমির জিএম হাফিজুর রহমান, কলারোয়া উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আশরাফুজ্জামান পলাশ, কেন্দ্রীয় কৃষক দলের সহ যোগাযোগ বিষয়ক সম্পাদক আমিনুল ইসলাম মিনু, যুব অধিকার পরিষদের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মুন্তাজুল ইসলাম, কেন্দ্রীয় ছাত্রদলের সহ সম্পাদক সাইদুল ইসলাম সাঈদ, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক নেয়াজ খান বাপ্পি প্রমুখ।
অনুষ্ঠানের সভাপতিত্ব করেন, ছাত্র কল্যাণ পরিষদের সভাপতি রেজওয়ান হোসাইন, সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক মাসুদ রানা।
উল্লেখ, সাতক্ষীরা জেলা ছাত্রকল্যাণ পরিষদ দীর্ঘদিন ধরে ঢাকা কলেজে অধ্যয়নরত সাতক্ষীরার শিক্ষার্থীদের সহায়তা করে আসছে। সংগঠনটি শিক্ষার্থীদের জন্য শিক্ষা উপকরণ বিতরণ, বিনামূল্যে রক্তদান কার্যক্রম, বৃক্ষরোপণ, আর্থিক সহযোগিতা প্রদানসহ, বিভিন্ন কল্যাণমূলক কর্মকাণ্ড পরিচালনা করে থাকে।
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত