সরকারি চালসহ কৃষকদল নেতা ধরা, দল থেকে বহিষ্কার

| আপডেট :  ২২ এপ্রিল ২০২৫, ০৫:২৭  | প্রকাশিত :  ২২ এপ্রিল ২০২৫, ০৫:২৭

পাবনার ভাঙ্গুড়ায় অষ্টমনিষা ইউনিয়ন কৃষকদল নেতা সেলিম রেজার দলীয় শৃঙ্খলা পরিপন্থী কর্মকাণ্ডে জড়িত থাকার স্পষ্ট অভিযোগের ভিত্তিতে জাতীয়তাবাদী কৃষকদল থেকে বহিষ্কার করা হয়েছে। 

সোমবার (২১ এপ্রিল) বিকাল সাড়ে ৫টার দিকে জাতীয়তাবাদী কৃষকদল উপজেলা শাখার সভাপতি আখিরুজ্জামান মাসুম ও সাধারণ সম্পাদক আব্দুল মালেক স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। 

এর আগে অষ্টমনিষা ইউনিয়ন শাখার কৃষকদলের আহ্বায়ক সেলিম রেজা পার্শ্ববর্তী চাটমোহর উপজেলায় সরকারি ৩০ বস্তা চালসহ আটক হলে তিনি চাল রেখে পালিয়ে যান। বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হলে যাচাই করে সেখানে সেলিম রেজার সংশ্লিষ্টতা পাওয়া যায়।

জানা গেছে, সরকারি খাদ্য বান্ধব কর্মসূচির ৩০ বস্তা চাল অষ্টমনিষা থেকে অটো ভ্যানে করে নিয়ে যাওয়ার পথে চাটমোহরের নতুন বাজার এলাকায় সাধারণ লোকজন তাকে চালসহ আটক করে উপজেলা নির্বাহী অফিসারকে খবর দেয়। 

খবর পেয়ে চাটমোহর উপজেলা নির্বাহী অফিসার মুসা নাসের চৌধুরী ঘটনাস্থলে হাজির হলে চাল রেখে ওই কৃষকদল নেতা পালিয়ে যায়। পরে ওই চাল সাধারণ জনতার কাছে বিক্রি করে সরকারি ফান্ডে টাকা জমা করেন উপজেলা নির্বাহী অফিসার। 

এ ঘটনার প্রেক্ষিতে জেলা কৃষকদলের সভাপতি আবুল হাসেম ও সাধারণ সম্পাদক আসাদুজ্জামান আফিপের সিধান্ত মোতাবেক ভাঙ্গুড়া উপজেলার অষ্টমনিষা ইউনিয়ন কৃষকদল নেতা সেলিম রেজাকে বহিষ্কার হয়।

ঘটনার বিষয়ে সেলিম রেজা জানান, সরকারি খাদ্য বান্ধব কর্মসূচির চাউলগুলো চাউল গ্রহীতা সাধারণ মানুষের থেকে তিনি ক্রয় করেছেন।

ঘটনার বিষয়ে চাটমোহর উপজেলা নির্বাহী অফিসার মুসা নাসির চৌধুরী বলেন, সরকারি খাদ্য বান্ধব কর্মসূচির ৩০ বস্তা চালের স্থানীয় জনতা আটক করলেও গাড়ি চালক ছাড়া সেখানে চালের মালিককে পাওয়া যায় নি। তাই চালগুলি জনতার মধ্যে বিক্রয় করে সরকারি কোষাগারে টাকা জমা করার সিদ্ধান্ত নেওয়া হয়।

দলীয় কর্মকাণ্ড থেকে বহিষ্কারের বিষয়ে ভাঙ্গুড়া উপজেলা কৃষকদলের সভাপতি আখিরুজ্জামান মাসুম বলেন, দলীয় শৃঙ্খলা পরিপন্থী কর্মকাণ্ডে জড়িত থাকার সুস্পষ্ট অভিযোগের ভিত্তিতে অষ্টমনিষা ইউনিয়ন কৃষকদলের আহ্বায়ক সেলিম রেজাকে বহিষ্কার করা হয়েছে। সেই সঙ্গে চাল সংক্রান্ত ঘটনার বিষয়ে দলের আর কেউ জড়িত আছে কিনা তা জানতে সঠিক তদন্ত করতে পাঁচ সদস্য বিশিষ্ট একটি কমিটি গঠন করা হয়েছে।

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত