সাম্য হত্যার প্রতিবাদে বরিশালে ছাত্রদলের অবস্থান কর্মসূচি
ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও ছাত্রদল নেতা শাহরিয়ার আলম সাম্য হত্যার প্রতিবাদ এবং বিচার দাবিতে বরিশালে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করেছে ছাত্রদল।
বৃহস্পতিবার (১৫ মে) বেলা সাড়ে ১১টায় বরিশাল সরকারি ব্রজমোহন (বিএম) কলেজের সামনে সড়কে কলেজ শাখা ছাত্রদল এই কর্মসূচি আয়োজন করে।
এসময় মানববন্ধনের পাশাপাশি সড়কে অবস্থান এবং কালোব্যাজ ধারণ করেন অংশগ্রহণকারীরা।
ব্রজমোহন কলেজ ছাত্রদলের আহ্বায়ক বাবর খালেদের সভাপতিত্বে অনুষ্ঠিত মানববন্ধন কর্মসূচিতে অংশ নেওয়া শিক্ষার্থীরা বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ে এমন হত্যাকাণ্ড আমরা মেনে নিতে পারি না। এতে করে অন্তবর্তীকালীন সরকারের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সহজেই প্রশ্ন ওঠে। তাই আমরা সরকারকে বলতে চাই সাম্য হত্যাকারীদের দ্রুত গ্রেপ্তারের পাশাপাশি সকল হত্যাকাণ্ড বন্ধ করতে হবে। নতুবা অচিরেই বৃহত্তর আন্দোলন গড়ে তোলার হুঁশিয়ারি দেন তারা।
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত