রাত ১০টার মধ্যে ৬ জেলায় তীব্র বজ্রসহ ভারি বৃষ্টির আশঙ্কা

| আপডেট :  ১৩ জুন ২০২৫, ০৬:৩৪  | প্রকাশিত :  ১৩ জুন ২০২৫, ০৬:৩৪

দেশের ৬ জেলার ওপর দিয়ে তীব্র বজ্রপাতসহ মাঝারি থেকে ভারি মানের বৃষ্টি অতিক্রম করার প্রবল আশঙ্কা করা যাচ্ছে বলে জানিয়েছে কানাডার সাসকাচোয়ান বিশ্ববিদ্যালয়ের আবহাওয়া ও জলবায়ু বিষয়ে পিএইচডি গবেষক আবহাওয়াবিদ মোস্তফা কামাল পলাশ।

শুক্রবার (১৩ জুন) নিজের ভেরিফায়েড ফেসবুক প্রোফাইলে দেওয়া এক পোস্টে তিনি এমন তথ্য দেন।

ফেসবুক পোস্টে আবহাওয়াবিদ মোস্তফা কামাল পলাশ জানান, আজ বিকেল ৫টা বেজে ১৫ মিনিটের পর থেকে রাত ১০টার মধ্যে চট্টগ্রাম, কক্সবাজার, রাঙামাটি, বান্দরবান, ফেনী, নোয়াখালী জেলার ওপর দিয়ে তীব্র বজ্রপাতসহ মাঝারি থেকে ভারি মানের বৃষ্টি অতিক্রম করার প্রবল আশঙ্কা করা যাচ্ছে।

তিনি আরও জানান,  খুলনা ও বরিশাল বিভাগের উপকূলীয় জেলাগুলোর ওপরেও হালকা থেকে মাঝারি মানের বৃষ্টির আশঙ্কা করা যাচ্ছে বিকেল ৬টার পর থেকে রাত ১২টার মধ্যে।

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত