ইউলাবে রবীন্দ্র-নজরুল জয়ন্তী

| আপডেট :  ০২ জুলাই ২০২৫, ০৭:০৫  | প্রকাশিত :  ০২ জুলাই ২০২৫, ০৭:০৫

‘চিত্ত যেথা ভয়শূন্য, উচ্চ যেথা শির’, ‘শির নেহারি আমারি, নতশির ওই শিখর হিমাদ্রির!’- বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ‘নৈবেদ্য’ ও জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ‘বিদ্রোহী’তে বিষয় ও ভাবের এমন মিল যদিও বিরল কিন্তু সে দ্যোতনাই যেন উচ্চকিত হলো ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস বাংলাদেশের (ইউল্যাব) বাংলা ভাষা ও সাহিত্য বিভাগ আয়োজিত কবিগুরুর ১৬৪তম ও বিদ্রোহী কবির ১২৬তম জন্মজয়ন্তী অনুষ্ঠানে।

গত ২৬ জুন বর্ণাঢ্য আয়োজনের মধ্যদিয়ে সফলভাবে সম্পন্ন হয়েছে ‘রবীন্দ্র-নজরুল জয়ন্তী ও নবীন বরণ (সামার-২০২৫)’। বিশ্ববিদ্যালয় ক্যাফেটেরিয়ায় অনুষ্ঠিত এই আয়োজনে ছিল প্রবন্ধ প্রতিযোগিতা, রবীন্দ্র-নজরুল সংগীত পরিবেশনা, কবিতা আবৃত্তি এবং নৃত্য।

অনুষ্ঠানে প্রধান অতিথি ও মুখ্য আলোচক হিসেবে উপস্থিত ছিলেন প্রখ্যাত লেখক ও গবেষক এবং বাংলা একাডেমির সভাপতি অধ্যাপক আবুল কাসেম ফজলুল হক। তার মূল্যবান আলোচনা উপস্থিত দর্শকদের মুগ্ধ করে।

অনুষ্ঠানের মূল আকর্ষণ ছিল আয়োজিত প্রতিযোগিতাগুলোর চূড়ান্ত পর্ব। এতে শিক্ষার্থীরা রবীন্দ্র-নজরুলের সৃষ্টিকর্মের প্রতি তাদের ভালোবাসা ও প্রতিভা প্রদর্শন করে। বিজয়ীদের নাম ঘোষণা করা হয় এবং তাদের বই ও সনদ প্রদান করা হয়।

এই সফল আয়োজন ইউল্যাবের বাংলা ভাষা ও সাহিত্য বিভাগের শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী ও শিক্ষার্থীদের অক্লান্ত পরিশ্রমের ফল। এছাড়াও, কমিউনিকেশন, আইটি ও অ্যাডমিন বিভাগ, ইউল্যাব কালচার ক্লাব, ফটোগ্রাফি ক্লাব শাটারবাগস এবং বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের সার্বিক সহযোগিতা এই অনুষ্ঠানকে সফল করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে।

এই আয়োজনের মাধ্যমে নবীন শিক্ষার্থীদের উষ্ণ অভ্যর্থনা জানানো হয় এবং বাংলা সাহিত্য ও সংস্কৃতির দুই দিকপাল রবীন্দ্রনাথ ঠাকুর ও কাজী নজরুল ইসলামের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়। 

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত