মাদক মামলায় যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত মা-ছেলে গ্রেপ্তার

| আপডেট :  ০৫ জুলাই ২০২৫, ০৫:৫৩  | প্রকাশিত :  ০৫ জুলাই ২০২৫, ০৫:৫৩

চট্টগ্রামে মাদক মামলায় যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত মা-ছেলেকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার (৫ জুলাই) বাকলিয়া থানার ওসি ইখতিয়ার উদ্দিন কালবেলাকে বিষয়টি নিশ্চিত করেন।

এর আগে শুক্রবার (৪ জুলাই) রাত ১টায় বাকলিয়ার বড় কবরস্থান ও কর্ণফুলী থানার কালারপোল এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার দুজন হলেন- বাকলিয়ার চাক্তাই ঝর্ণা মার্কেট এলাকার মৃত মো. ইলিয়াসের স্ত্রী জোহরা খাতুন (৫৮) ও তার ছেলে মো. আইয়ুব (৩৫)।

বাকলিয়া থানার ওসি ইখতিয়ার উদ্দিন বলেন, বাকলিয়া থানায় দায়ের করা একটি মাদক মামলায় আদালত মা-ছেলেকে যাবজ্জীবন কারাদণ্ড দেন। পলাতক থাকা অবস্থায় তাদের বাকলিয়া ও কর্ণফুলীর পৃথক স্থানে অভিযান চালিয়ে গ্রেপ্তার করা হয়েছে। পরে আসামিদের আদালতে সোপর্দ করা হয়েছে।

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত