বাংলাদেশে প্রচলিত আইনেই নির্বাচন হবে : মির্জা আব্বাস

| আপডেট :  ০৭ জুলাই ২০২৫, ১১:০৪  | প্রকাশিত :  ০৭ জুলাই ২০২৫, ১১:০৪

বিএনপির স্থায়ী কমিটির অন্যতম সদস্য মির্জা আব্বাস বলেছেন, পিআর বাংলাদেশের জনগণ চেনে না। বাংলাদেশে সর্বোচ্চ প্রচলিত আইনেই নির্বাচন হবে। আর তা নাহলে ১৭ বছর বিএনপি গণতান্ত্রিক অধিকার আদায়ে আন্দোলন সংগ্রাম করেছে। জনগণও সব আন্দোলনে পাশে ছিল। আগামীতে জনগণকে সঙ্গে নিয়ে আবার আন্দোলন হবে।

সোমবার (৭ জুলাই) সিলেট নগরীর পাঠানটুলাস্থ সানরাইজ কমিউনিটি সেন্টারে জেলা ও মহানগর বিএনপির দোয়া মাহফিল ও সমাবেশে প্রধান বক্তার বক্তব্যে তিনি এ কথা ব‌লেন।

এই সরকার নির্বাচন করতে পারবে না বলে মন্তব্য করেন মির্জা আব্বাস বলেন, এই সরকারের ভেতরে আওয়ামী লীগের আমলারা যা করেছে, তাতে এই সরকার নির্বাচন করতে পারবে না। তবে আমরা আমলাদের এই চক্রান্তকে প্রতিহত করবো, প্রতিরোধ করবো। অতঃপর নির্বাচন আদায় করবো।

তিনি আরও বলেন, ১৭ বছরের দীর্ঘ আন্দোলন সংগ্রামের পর একটি শুভ সময় এসেছে, হাসিনা পালিয়ে চলে গেছে। কিন্তু হাসিনার দোসররা এখনো দেশ ছাড়ে নাই। তারা সচিবালয় থেকে শুরু করে জেলা উপজেলার প্রশাসনে বসে ষড়যন্ত্র করছে। তারা চায় না সুষ্ঠু নির্বাচন হোক। আর একদল লোক আছে মসনদে বসে পাঁয়তারা করছে নির্বাচন না দিয়ে কীভাবে অনেকদিন ক্ষমতায় থাকা যায়। আবার একেক রাজনৈতিক দল একেক কথা বলছে। কেউ একজন পিআর পদ্ধতির নির্বাচনের কথা বলছেন। 

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত