লোহিত সাগরে ব্রিটিশ-গ্রিক জাহাজ লক্ষ্য করে হুতিদের ক্ষেপণাস্ত্র নিক্ষেপ

| আপডেট :  ০৭ ফেব্রুয়ারি ২০২৪, ০৩:৪৭  | প্রকাশিত :  ০৭ ফেব্রুয়ারি ২০২৪, ০৩:৪৭


লোহিত সাগরে ব্রিটিশ-গ্রিক জাহাজ লক্ষ্য করে হুতিদের ক্ষেপণাস্ত্র নিক্ষেপ

আন্তর্জাতিক

আন্তর্জাতিক ডেস্ক


লোহিত সাগরে আবারও হামলা চালালো ইয়েমেনের হুতি বিদ্রোহীরা। জাহাজ লক্ষ্য করে অন্তত ৬টি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়েছে। মার্কিন সেন্ট্রাল কমান্ড এ তথ্য নিশ্চিত করেছে। এতে গ্রিসের মালিকানাধীন একটি জাহাজ ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে এটি চালিয়ে যেতে সক্ষম হয়েছে।

যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড জানায়, হুতিদের তিনটি ক্ষেপণাস্ত্রের লক্ষ্যবস্তু ছিল মার্শাল দ্বীপপুঞ্জের পতাকাবাহী গ্রিসের মালিকানাধীন এমবি স্টার নাসিয়া। দুইটি ক্ষেপণাস্ত্র জাহাজের কাছে বিস্ফোরণ হয়, অন্য একটিকে ভূ-পাতিত করে মার্কিন নৌবাহিনী।

বলা হয়েছে, এতে জাহাজটির সামান্য ক্ষতি হয়েছে তবে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। এমবি স্টার নাসিয়া চলাচলের উপযোগী থাকায় সেখান থেকে চলে যায়।

ইয়েমেন থেকে ছোড়া অন্য তিনটি ক্ষেপণাস্ত্রের লক্ষ্যবস্তু ছিল যুক্তরাজ্যের মালিকানাধীন পণ্যবাহী জাহাজ এমভি মর্নিং টাইড। সবগুলোই জাহাজটির কাছে আঘাত হানে। তবে এতে কোনো ক্ষয়ক্ষতি হয়নি।

বিবার্তা/লিমন

© BBARTA24.NET
Developed by : ORANGEBD
  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত