গণঅভ্যুত্থানের বর্ষপূর্তিতে কেশবপুরে বর্ণাঢ্য বিজয় র্যালি
ছাত্র-জনতার ঐতিহাসিক গণঅভ্যুত্থানের বর্ষপূর্তিতে যশোরের কেশবপুর উপজেলায় বর্ণাঢ্য বিজয় র্যালি অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৫ আগস্ট) বেলা ১১টার দিকে উপজেলা ও পৌর বিএনপির যৌথ উদ্যোগে এই র্যালি অনুষ্ঠিত হয়।
বিজয় র্যালিটি কেশবপুরে বিএনপির দলীয় কার্যালয়ের সামনে থেকে শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়। র্যালিতে নেতৃত্ব দেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও উপজেলা বিএনপির সভাপতি আবুল হোসেন আজাদ।
র্যালি শেষে দলীয় কার্যালয় চত্বরে পৌর বিএনপির সভাপতি আব্দুস সামাদ বিশ্বাসের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথির বক্তব্যে বিএনপির কেন্দ্রীয় নেতা আবুল হোসেন আজাদ বলেন, সমগ্র দেশজুড়ে বিএনপির নেতাকর্মীরা গণআন্দোলনের নেতৃত্ব দিয়েছেন। শুধুমাত্র জুলাই মাসেই কয়েকশত বিএনপি’র নেতাকর্মী শাহাদাত বরণ করেছেন। ফ্যাসিবাদবিরোধী আন্দোলনের বড় শরিকদার বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি। আর বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের উপর দেশের মানুষের প্রবল আস্থা।
এ সময় তিনি আগামী নির্বাচনে দল-মত, ধর্ম-বর্ণ নির্বিশেষে জাতীয়তাবাদী দলের প্রার্থীকে ধানের শীষে বিজয়ী করতে ঐক্যবদ্ধভাবে কাজ করার জন্য সকলের প্রতি আহ্বান জানান।
সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন-উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক প্রভাষক আব্দুর রাজ্জাক, পৌর বিএনপির সাধারণ সম্পাদক শেখ শহিদুল ইসলাম। এ সময় উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক হুমায়ূন কবির সুমনসহ দল ও অঙ্গ সংগঠনের হাজারো নেতা-কর্মী উপস্থিত ছিলেন।
এ ছাড়া বিকেলে আবুল হোসেন আজাদ উপজেলা ও পৌর বিএনপির নেতা-কর্মীদের সঙ্গে নিয়ে প্রয়াত আবু বকরের জন্মস্থান উপজেলার মজিদপুর ইউনিয়নের বাগদাহ গ্রামে যান এবং তার কবর জিয়ারত করেন। সেখান থেকে জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানে শহীদ তৌহিদুর রহমানের জন্মস্থান উপজেলার সাতবাড়িয়া ইউনিয়নের ভাল্লুকঘর গ্রামস্থ পারিবারিক কবরস্থানে গিয়ে তার কবর জিয়ারত করেন বিএনপি নেতারা।
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত