বিভিন্ন ছাত্রসংগঠনের সঙ্গে ঢাবি প্রশাসনের সংলাপ অনুষ্ঠিত
ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) ক্রিয়াশীল বিভিন্ন ছাত্র সংগঠনের সঙ্গে বিশ্ববিদ্যালয় প্রশাসনের সংলাপ অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২০ নভেম্বর) সন্ধ্যায় উপাচার্যের সভাকক্ষে এ সংলাপ অনুষ্ঠিত হয়।
বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খানের সভাপতিত্ব এসময় আরও উপস্থিত ছিলেন প্রো-ভাইস চ্যান্সেলর (প্রশাসন) অধ্যাপক ড. সায়মা হক বিদিশা, প্রো-ভাইস চ্যান্সেলর (শিক্ষা) অধ্যাপক ড. মামুন আহমেদ, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী এবং প্রক্টর সহযোগী অধ্যাপক সাইফুদ্দীন আহমদ প্রমুখ।
সংলাপে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট, বিপ্লবী ছাত্র মৈত্রী, গণতান্ত্রিক ছাত্র কাউন্সিল, বাংলাদেশ ছাত্র ইউনিয়ন, ইসলামী ছাত্র আন্দোলন, ছাত্র অধিকার পরিষদ, স্বাধীন বাংলাদেশ ছাত্র সংসদ, পার্বত্য চট্টগ্রাম ছাত্র সংসদ, বাংলাদেশ ছাত্র ফেডারেশন এবং সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট (মার্ক্সবাদী)-সহ বিভিন্ন ছাত্র সংগঠনের প্রতিনিধিরা অংশগ্রহণ করেন।
এসময় ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে পঠন-পাঠনের সুষ্ঠু পরিবেশ নিশ্চিতকরণ, ছাত্রসংসদ (ডাকসু) নির্বাচন, ছাত্রীদের নিরাপত্তা নিশ্চিতকরণ, যানবাহন সংকট নিরসন, ক্যাম্পাসকে বহিরাগতমুক্তকরণ, সাত কলেজসংক্রান্ত সমস্যার সমাধান, ক্যান্টিন-ক্যাফেটেরিয়ার খাবারের মানোন্নয়ন, হলের সিট সংকট নিরসন, ছাত্র-রাজনীতির সংস্কার, ফ্যাসিবাদী শিক্ষক-কর্মকর্তা ও নিষিদ্ধ ঘোষিত ছাত্র সংগঠনের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ, সিন্ডিকেট বডি থেকে ফ্যাসিবাদী সদস্যদের অপসারণসহ বিভিন্ন বিষয়ে আলোচনা করা হয়।
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত