মালয়েশিয়ায় অবৈধ বসবাস, বাংলাদেশির জেল

| আপডেট :  ২২ নভেম্বর ২০২৪, ০৭:২৪  | প্রকাশিত :  ২২ নভেম্বর ২০২৪, ০৭:২৪

মালয়েশিয়ায় প্রায় দেড় যুগ ধরে অবৈধভাবে বসবাসের দায়ে এক বাংলাদেশিকে বেত্রাঘাত ও আট মাসের কারাদণ্ড দিয়েছেন দেশটির আদালত। শুক্রবার (২২ নভেম্বর) এক বিবৃতিতে এ তথ্য জানান তেরেঙ্গানুর অভিবাসন বিভাগের পরিচালক ইউসরি মোহাম্মদ নোর। 

বিবৃতিতে আরও বলা হয়, ১৮ বছর ধরে অবৈধভাবে বসবাসের অভিযোগে গত ২৫ অক্টোবর তেরেঙ্গানুর রাজ্যের কম্পুং নিসান এমপ্যাটে অভিযান চালিয়ে ৩৭ বছর বয়সী ওই বাংলাদেশিসহ মোট ১৩ জনকে আটক করা হয়। 

অভিযানে মোট ৬২ জনের কাগজপত্র চেক করে আটক করা হয় ৭ বাংলাদেশি ও ৬ মিয়ানমারের নাগরিক। যাদের বয়স ১৯ থেকে ৪৫ বছরের মধ্যে। ১৮ বছর ধরে অবৈধভাবে বসবাস করা ওই বাংলাদেশিসহ বাকি ১২ জনের নাম প্রকাশ করা হয়নি।

অভিবাসন পরিচালক বলেন, অবৈধ অভিবাসীদের নিয়োগ এবং আশ্রয় দেওয়ার দোষে দোষী সাব্যস্ত হলে ইমিগ্রেশন আইন ১৯৫৯/৬৩-এর (৫৬) এক (ডি) ধারা এবং ৫৫ ধারায় তাদের বিরুদ্ধে মামলা হবে। 

আটক সবার আরও তদন্ত ও পরবর্তী আইনি পদক্ষেপের জন্য তেরেঙ্গানুর আজলি ইমিগ্রেশন ডিপোতে রাখা হয়েছে।

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত