লঙ্কানদের বিপক্ষে ফাইফারের পর যা বললেন তানভীর

| আপডেট :  ০৬ জুলাই ২০২৫, ০৩:০৮  | প্রকাশিত :  ০৬ জুলাই ২০২৫, ০৩:০৮

প্রথম ওয়ানডেতে জয়ের পথ ধরে হঠাৎ ছিটকে গিয়েছিল বাংলাদেশ। দ্বিতীয় ম্যাচে আবার ফিরে আসতে হলে দরকার ছিল এক সাহসী পারফরম্যান্স। আর সেই দায়িত্ব নিজের কাঁধে তুলে নিয়েছিলেন এক অনভিজ্ঞ বাঁহাতি স্পিনার—তানভীর ইসলাম।

শ্রীলঙ্কার বিপক্ষে ১০ ওভারে মাত্র ৩৯ রান দিয়ে ৫ উইকেট নিয়ে বাংলাদেশকে এনে দিলেন ১৬ রানের দারুণ এক জয়। একই সঙ্গে টাইগাররা সিরিজে ১-১ ব্যবধানে সমতা ফেরাল। এই বোলিং ফিগার শ্রীলঙ্কার বিপক্ষে ওয়ানডেতে কোনো বাংলাদেশি বোলারের সেরা বোলিং পারফরম্যান্স—পিছনে ফেলেছেন আব্দুর রাজ্জাককেও।

দ্বিতীয় ওয়ানডেতে পেটের পীড়ায় ভুগে সদ্য ফেরা রিশাদ হোসেনকে বাদ দিয়ে তানভীরকে খেলানোর সিদ্ধান্তকে ঘিরে ছিল অনেক প্রশ্ন। কিন্তু মাঠে নেমে নিজের দ্বিতীয় ওয়ানডেতেই সব প্রশ্নের উত্তর দিয়েছেন ২৮ বছর বয়সী এই স্পিনার।

শুরুটা অবশ্য মোটেও সহজ ছিল না। নিজের প্রথম দুই ওভারে দিয়েছেন ২২ রান। কিন্তু সেখান থেকে ঘুরে দাঁড়িয়ে বাকি আট ওভারে দিয়েছেন মাত্র ১৭ রান, নিয়েছেন পাঁচটি মূল্যবান উইকেট। এর মধ্যে ছিল ৪১টি ডট বল, দুটি মেডেন ওভার এবং শ্রীলঙ্কার ব্যাটিং মেরুদণ্ড ভেঙে দেওয়া স্পেল।

ম্যাচ শেষে ম্যাচসেরার পুরস্কার হাতে নিয়ে তানভীর বলেন,

আলহামদুলিল্লাহ, খুব ভালো লাগছে। আমি যখন প্রথমে দুই ওভারে ২২ রান দিয়ে ফেলি, তখন ক্যাপ্টেন বলেছিল—বোলাররাই মার খায়, তুই উইকেট নিবি। তারপর আমাকে ও বলল, টাইট না, উইকেটের জন্য বল কর। এই বিশ্বাসটা থেকেই আত্মবিশ্বাস ফিরে পাই। আর তখনই ভালো কিছু করতে পারি।

নিশান মাদুশকা, কাসাল মেন্ডিস, কামিন্দু মেন্ডিস—যাদের উইকেট তুলে নিয়েছেন, তারা কেউই নেহাত সাধারণ ব্যাটার নন। ম্যাচের প্রবাহ বদলে দিয়েছিল তানভীরের সেই মাঝের স্পেল।

২০১৩ সালে পাল্লেকেলেতে শ্রীলঙ্কার বিপক্ষে আব্দুর রাজ্জাক ৬২ রানে ৫ উইকেট নিয়েছিলেন। দীর্ঘ ১২ বছর পর সেই রেকর্ড এবার ছাপিয়ে গেলেন তানভীর। ওয়ানডে ক্রিকেটে শ্রীলঙ্কার বিপক্ষে এটাই এখন বাংলাদেশের সেরা বোলিং ফিগার।

এই জয়ে তিন ম্যাচ সিরিজ এখন ১-১ এ সমতা। বাকি একটি ম্যাচ এখন হয়ে উঠেছে সিরিজ নির্ধারণী। আর তানভীর ইসলাম যদি এমন আত্মবিশ্বাসে খেলতে থাকেন, তবে ভবিষ্যতের স্পিন আক্রমণে তিনি হতে পারেন বাংলাদেশের অন্যতম ভরসার নাম।

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত