‘ডিসি-এসপিরা চিপায় পড়ে’ আমাদের সঙ্গে ভালো ব্যবহার করছেন : হাসনাত
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠন হাসনাত আব্দুল্লাহ বলেছেন, ‘ডিসি-এসপিদের বলছি, আপনারা যে আমাদের সঙ্গে ভালো ব্যবহার করছেন, আপনারা চিপায় পড়ে আমাদের সঙ্গে ভালো ব্যবহার করছেন।’
রোববার (০৬ জুলাই) সন্ধ্যায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দেশব্যাপী পদযাত্রা কর্মসূচির অংশ হিসেবে রাজশাহী মহানগরীতে পদযাত্রা পরবর্তী পথসভায় বক্তব্য দিতে গিয়ে তিনি এমন মন্তব্য করেন।
তিনি বলেন, ‘আমাদের হারানোর কিছু নেই। কেননা আমাদের লুটপাটের ব্যাংক নেই যে, আমরা হারাব। আমাদের আছে শুধু মানুষের ভালোবাসা। প্রয়োজনে আমরা দেশের জন্য রাস্তায় এসে আবারও জীবন দেব।’
হাসনাত আরও বলেন, যদি খুনি হাসিনার পতন না হতো, তাহলে এই ডিসি-এসপিরাই গণভবনে প্রমোশনের জন্য লাইন ধরত।’
পথসভায় অন্যদের মধ্যে বক্তব্য দেন- দলটির সদস্য সচিব আকতার হোসেন, জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন, জ্যেষ্ঠ যুগ্ম সদস্য সচিব ডা. তাসনিম জারা, উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম, মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটোয়ারী, রাজশাহী অঞ্চলের তত্ত্বাবধায়ক ইমরান ইমন, রাজশাহী মহানগর প্রধান সমন্বয়কারী মোবাশ্বের আলী।
এ সময় অন্যদের মধ্যে যুগ্ম সমন্বয়কারী আল আশরারুল ইমাম তানিম, নাহিদুল ইসলাম সাজু, শামীমা সুলতানা মায়া উপস্থিত ছিলেন।
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত