জোতার শেষকৃত্যে না গিয়ে পার্টিতে, সমালোচনার মুখে লিভারপুল তারকা

| আপডেট :  ০৬ জুলাই ২০২৫, ১০:২২  | প্রকাশিত :  ০৬ জুলাই ২০২৫, ১০:২২

লিভারপুল ও পর্তুগালের ফুটবল তারকা দিয়োগো জোতার মৃত্যুর পর পুরো ফুটবল বিশ্ব যখন শোকাহত, তখন এক অপ্রত্যাশিত ঘটনায় বিতর্কের কেন্দ্রে উঠে এসেছেন লিভারপুলে জোতার সতীর্থ লুইস দিয়াজ। পর্তুগালে জোতা ও তার ভাই আন্দ্রে সিলভার শেষকৃত্যে অনুপস্থিত থাকার পাশাপাশি নিজ শহর বারাঙ্কিয়ায় এক ইনফ্লুয়েন্সার ইভেন্টে অংশগ্রহণ করে হাসিমুখে ছবি তোলায় সমালোচনার ঝড় বয়ে যাচ্ছে এই কলম্বিয়ান উইঙ্গারের ওপর।

জোতার মৃত্যুর পর সামাজিক যোগাযোগমাধ্যমে আবেগঘন পোস্ট দিয়ে শোক প্রকাশ করেছিলেন দিয়াজ। ইনস্টাগ্রামে লিখেছিলেন, ‘কোনো ভাষা নেই… আত্মাটা কেঁদে উঠে। শুধু মাঠে নয়, মাঠের বাইরেও মানুষ হিসেবে সে অসাধারণ ছিল। আমাকে যে সহানুভূতি দেখিয়েছিল, তা কখনো ভুলব না। রুটে, তার তিন সন্তান এবং পরিবারকে আমার সমবেদনা। শান্তিতে ঘুমাও, দিয়োগো ও আন্দ্রে।’

তবে কথার সাথে কাজের মিল না থাকায় ক্ষুব্ধ ভক্তরা। লিভারপুল সমর্থকদের বড় একটি অংশ দিয়াজের বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দিয়েছেন। অনেকেই মনে করিয়ে দিয়েছেন, ২০২৩ সালে দিয়াজের বাবাকে অপহরণ করা হলে জোতা কিভাবে সহানুভূতি জানিয়েছিলেন—মাঠে দিয়াজের জার্সি উঁচিয়ে রেখেছিলেন জনসমক্ষে। এমনকি দিয়াজের বাবা মানে দিয়াজও সামাজিক মাধ্যমে সেই ঘটনার কথা স্মরণ করে জোতার প্রতি কৃতজ্ঞতা জানান।

এ বিষয়ে দিয়াজ স্থানীয় গণমাধ্যম Win Sports-এ দেওয়া এক সাক্ষাৎকারে বলেন, ‘খবরটা শুনে কান্না থামাতে পারিনি। লিভারপুলে আমার শুরুর সময়টায় জোতা আমার পাশে ছিল। তার পরিবার আমাকে আপন করে নিয়েছিল। আমরা শুধু সতীর্থ ছিলাম না, ভালো বন্ধুও ছিলাম। ওর মৃত্যু আমার জীবনের সবচেয়ে কষ্টের মুহূর্তগুলোর একটি।’

তবে তার এসব আবেগঘন বক্তব্যও সমালোচকদের মন গলাতে পারেনি। অনেকেই মনে করছেন, আবেগ প্রকাশের চেয়ে কাজের মাধ্যমেই সম্মান দেখানো জরুরি ছিল।

দিয়োগো জোতার মৃত্যুতে ফুটবল বিশ্ব যেখানে শোকে স্তব্ধ, সেখানে লুইস দিয়াজের আচরণ যেন সেই আবেগকে আহত করেছে। প্রাক্তন সতীর্থের প্রতি শ্রদ্ধা জানানো কি শুধুই কথার ব্যাপার? না কি আচরণে প্রকাশ পাওয়াটাই বেশি গুরুত্বপূর্ণ—এ প্রশ্নই এখন ঘুরপাক খাচ্ছে ভক্তদের মনে।

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত