জুলাই শহীদদের স্মরণে ২ হাজার এতিমের জন্য খাবারের আয়োজন

| আপডেট :  ০৬ জুলাই ২০২৫, ১০:২৪  | প্রকাশিত :  ০৬ জুলাই ২০২৫, ১০:২৪

চট্টগ্রামের চন্দনাইশে ২ হাজার এতিম শিশুর একবেলা খাবারের আয়োজন করেছেন সুপ্রিম কোর্টের সাবেক বিচারপতি ও জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের প্রতিষ্ঠাকালীন যুগ্ম সম্পাদক আবদুস সালাম মামুন। 

ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে শহীদদের আত্মার মাগফিরাত কামনায় রোববার (০৬ জুলাই) দুপুরে চন্দনাইশ পৌরসভা এলাকায় নিজ বাসভবনে এ ব্যাতিক্রম ধর্মী এ আয়োজন করেন।

উপজেলার বিভিন্ন এতিমখানার দুই হাজারের অধিক শিশুদের জন্য যাতায়াতের ব্যবস্থাসহ খাবারের ব্যবস্থা করা হয়। 

এ সময় উপস্থিত বিভিন্ন পেশার মানুষের মাঝে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঘোষিত ৩১ দফা বাস্তবায়নে লিফলেট বিতরণসহ বিভিন্ন এলাকায় চারা রোপণ করা হয়।

অনুষ্ঠানে চট্টগ্রাম শিক্ষা বোর্ডের সাবেক চেয়ারম্যান অধ্যাপক আবু জাফর চৌধুরী, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম চৌধুরী, চট্টগ্রাম দক্ষিণ জেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত