৪৮তম বিসিএসের তৃতীয় পর্যায়ের ভাইভার তারিখ নির্ধারণ
৪৮তম বিশেষ বিসিএসের তৃতীয় পর্যায়ের মৌখিক পরীক্ষার তারিখ ও সময়সূচি ঘোষণা করা হয়েছে। রোববার (৩ আগস্ট) এক বিজ্ঞপ্তিতে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি) বিস্তারিত সময়সূচি প্রকাশ করে।
এতে জানানো হয়, তৃতীয় পর্যায়ের মৌখিক পরীক্ষা শুরু হবে আগামী ১৭ আগস্ট। চলবে ২১ আগস্ট পর্যন্ত। এ সময় লিখিত পরীক্ষায় সাময়িকভাবে উত্তীর্ণ প্রার্থীদের মধ্যে সহকারী সার্জন পদের ৮৬৪ জন প্রার্থীর মৌখিক পরীক্ষা গ্রহণ করা হবে।
প্রকাশিত বিজ্ঞপ্তিটি কমিশনের ওয়েবসাইটে www.bpsc.gov.bd অথবা টেলিটক বাংলাদেশ লিমিটেডের ওয়েবসাইটে http://bpsc.teletalk.com.bd পাওয়া যাবে। আর মৌখিক পরীক্ষার তারিখ ও সময়সূচি দেখতে এখানে ক্লিক করুন।
প্রসঙ্গত, ৪৮ তম বিশেষ বিসিএসের লিখিত (এমসিকিউ) পরীক্ষার ফল ২০ জুলাই রাত পৌনে ১২টার দিকে প্রকাশ করা হয়।
তখন পিএসসির পরীক্ষা নিয়ন্ত্রক (ক্যাডার) মাসুমা আফরীনের সই করা বিজ্ঞপ্তিতে জানানো হয়, পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন ৫ হাজার ২০৬ জন। এর মধ্যে সহকারী সার্জন ৪ হাজার ৬৯৫ জন, আর ডেন্টাল সার্জন ৫১১ জন। লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীরা ১০০ নম্বরের মৌখিক পরীক্ষায় অংশ নেওয়ার সুযোগ পাবেন।
পিএসসি সূত্রে জানা গেছে, ৪৮তম বিশেষ বিসিএসের মাধ্যমে সরকার মোট ৩ হাজার চিকিৎসক নিয়োগ দেবে। এর মধ্যে ২ হাজার ৭০০ সহকারী সার্জন এবং ৩০০ সহকারী ডেন্টাল সার্জন হিসেবে নিয়োগ পাবেন।
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত