মানিক মিয়া এভিনিউয়ে গ্যাস বেলুন থেকে আগুন, কয়েকজন আহত

| আপডেট :  ০৫ আগস্ট ২০২৫, ০৪:২৪  | প্রকাশিত :  ০৫ আগস্ট ২০২৫, ০৪:২৪

‘৩৬ জুলাই বর্ষপূর্তি ও বিজয় উদযাপন’ চলছে রাজধানীর মানিক মিয়া এভিনিউয়ে। এই অনুষ্ঠানের সাংস্কৃতিক অনুষ্ঠানের সময় হঠাৎ আগুন লাগার ঘটনা ঘটেছে।

মঙ্গলবার (০৫ আগস্ট) দুপুর ২টা দিকে মঞ্চের পাশে থাকা একটি স্পিকারের তারে শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। 

শেখ হাসিনার পালিয়ে যাওয়ার দৃশ্য বেলুনের মাধ্যমে ফুটিয়ে তোলার প্রস্ততি নেওয়ার সময় কিছু বেলুনে আগুন লেগে তা ছড়িয়ে পড়ে। এতে ঘটনাস্থলে আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং জনতা ছুটাছুটি করায় কয়েকজন দর্শনার্থী আহত হন। 

ঘটনার পরপরই মঞ্চ থেকে অনুষ্ঠান সঞ্চালকরা মাইকে ঘোষণা দিয়ে দর্শনার্থীদের শান্ত থাকার আহ্বান জানান। এ সময় ফায়ার সার্ভিসের সদস্যরাও এগিয়ে আসেন। পাশাপাশি আয়োজক ও স্বেচ্ছাসেবকরা দ্রুত ঘটনাস্থলে ছুটে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। আহতদের তাৎক্ষণিকভাবে মঞ্চ এলাকা থেকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

 

বিস্তারিত আসছে…

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত