নির্বাচনের তপশিল চূড়ান্ত করতে ইসিকে চিঠি দিচ্ছেন প্রধান উপদেষ্টা
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তপশিল চূড়ান্ত করতে নির্বাচন কমিশনকে (ইসি) চিঠি দিচ্ছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। শিগগিরই এ চিঠি পাঠানো হবে।
মঙ্গলবার (৫ আগস্ট) সন্ধ্যায় জাতির উদ্দেশে দেওয়া ভাষণে এ ঘোষণা দেবেন তিনি। সরকার ও প্রধান উপদেষ্টার কার্যালয়ের একাধিক সূত্র এ তথ্য জানিয়েছে।
সূত্র আরও জানায়, অনেকেই ধারণা করছেন জাতির উদ্দেশে দেওয়া ভাষণে প্রধান উপদেষ্টা জাতীয় নির্বাচনের তারিখ ঘোষণা করবেন। কিন্তু এটি ঠিক নয়। কারণ, আইন অনুযায়ী নির্বাচনের তারিখ ও তপশিল ঘোষণা করবে নির্বাচন কমিশন। সে অনুযায়ী, নির্বাচন কমিশনই তা ঘোষণা করবে।
প্রধান উপদেষ্টা তার সরকারের পক্ষ থেকে নির্বাচন কমিশনকে কেবল নির্বাচন আয়োজনের সার্বিক প্রস্তুতি নেওয়ার নির্দেশনা দেবেন। প্রস্তুতি সম্পন্ন হলে যাতে দ্রুততম সময়ে তপশিল ঘোষণা করা হয়, কমিশনকে আনুষ্ঠানিকভাবে দেওয়া চিঠির মাধ্যমে সেই পরমর্শ দেবেন প্রধান উপদেষ্টা। আর আজকের ভাষণে চিঠি পাঠানোর সেই ঘোষণা দেবেন তিনি।
বিস্তারিত আসছে…
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত