জমে উঠেছে ‘৩৬ জুলাই’ উদযাপন, গানে গানে মাতছেন হাজারো ছাত্র-জনতা
জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউতে ‘৩৬ জুলাই উদ্যাপন’ জমে উঠেছে। বিভিন্ন ব্যান্ড দলের গানে গানে মাতছেন অনুষ্ঠানে আসা হাজারো ছাত্র-জনতা।
মঙ্গলবার (৫ আগস্ট) রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউতে দিনব্যাপী অনুষ্ঠানে হাজার হাজার জনতার ঢল নেমেছে।
তবে বৃষ্টির বাগড়ায় অনুষ্ঠানে কিছুটা ছন্দপতন হচ্ছে। আগত ছাত্র-জনতা কেউ কেউ রাস্তার পাশে দাঁড়িয়ে অনুষ্ঠান উদযাপন করছেন। অনেকে কাঁধে জাতীয় পতাকা জড়িয়ে কিংবা গায়ে জুলাই সনদের ব্যাজ লাগিয়ে ছাতা ছাড়াই বৃষ্টিতে ভিজে গানে গানে মাতছেন। অনুষ্ঠান উদযাপন সকল শ্রেণিপেশার মানুষ যোগ দিয়েছেন।
মিরপুর থেকে আসা আশরাফুল ইসলাম ইমন নামে এক তরুণ কালবেলাকে বলেন, আজ ৩৬ জুলাই। আজকের দিনেই ফ্যাসিস্ট হাসিনাকে তাড়িয়ে আমরা ছাত্র-জনতা এই দিন বিজয় এনেছিলাম। আজ এক বছর পূর্ণ হলো। তাই আমরা বিজয় উৎসব করতে এসেছি।
একজন বেসরকারি চাকরিজীবী রবিউল আলম এসেছেন স্ত্রী বাচ্চাসহ। তিনিও মেতে উঠেছেন উৎসব উদযাপনে। কালবেলাকে তিনি বলেন, আজ সেই দিন, যেদিন খুনি হাসিনাকে জনতা উৎখাত করেছিল। সেদিন আমিও ছিলাম রাজপথে। তাই আজও এসেছি সেই আনন্দ সবার মাঝে ভাগ করে নিতে। এবার একা নয়, এসেছি বউ বাচ্চা নিয়ে। সবাই অনেক আনন্দ করছি।
এদিকে বৃষ্টি মোকাবিলায় আয়োজকদের পক্ষ থেকে কিছু প্রাথমিক প্রস্তুতির কথা জানা গেছে। বিকল্প সাউন্ড সিস্টেম, প্লাস্টিক কভার ও শুকনো কাপড় প্রস্তুত রাখা হয়েছে বলে জানিয়েছেন স্বেচ্ছাসেবক বাহিনীর এক সদস্য।
থেমে থেমে ঝিরিঝিরি বৃষ্টি পড়লেও ছাত্র-জনতা অনুষ্ঠানে আসছেন। তারা বিভিন্ন স্লোগানে মুখরিত করে রাখছেন অনুষ্ঠান প্রাঙ্গণ। একপর্যায়ে বৃষ্টির মধ্যেই শুরু হয় ‘জুলাই সনদ চাই’ স্লোগান।
বেলা ১২টায় ‘সাইমুম শিল্পীগোষ্ঠী’র শিল্পীবৃন্দের পরিবেশনার মাধ্যমে শুরু হয় সাংস্কৃতিক অনুষ্ঠান। তারা একে একে পরিবেশন করে ‘এই দেশ আমার বাংলাদেশ’, ‘আয় তারুণ্য আয়’, ‘জীবনের গল্প’, ‘ওমা আর কেঁদো না’, ‘যাদের জন্য পেলাম আবার নতুন বাংলাদেশ’, ‘জারিগানসহ ইসলামিক সংগীত। এরপর ‘কলরব শিল্পীগোষ্ঠী’ পরিবেশন করে ‘তোমার কুদরতি পায়ে’, ‘দে দে পাল তুলে দে’, ‘ধন ধান্য পুষ্পভরা’, ‘ইঞ্চি ইঞ্চি মাটি’ ও ‘দিল্লি না ঢাকা’।
কণ্ঠশিল্পী নাহিদ পরিবেশন করেন ‘পলাশীর প্রান্তর’ ও ‘৩৬ জুলাই’ গানসমূহ। এরপর ‘নোঙর তোলো তোলো’, ‘তুমি প্রিয় কবিতা’, ‘কারার ঐ লৌহ কপাট’, ‘চল চল’ ও ‘ধনধান্য পুষ্প ভরা’ গানগুলো পরিবেশন করেন কণ্ঠশিল্পী তাশফি।
অনুষ্ঠান সঞ্চালনায় আছেন জনপ্রিয় উপস্থাপক জুলহাজ্জ জুবায়ের ও সারা আলম।
আয়োজনে আরও সংগীত পরিবেশন করছেন ‘চিটাগাং হিপহপ হুড’, র্যাপার সেজান, ব্যান্ডদল শূন্য, কণ্ঠশিল্পী সায়ান, কণ্ঠশিল্পী ইথুন বাবু ও মৌসুমি, ব্যান্ডদল সোলস, ওয়ারফেজ, বেসিক গিটার লার্নিং স্কুল, ভিন্ন জাতিগোষ্ঠীর ব্যান্ডদল এফ মাইনর, কণ্ঠশিল্পী পারশা মাহজাবিন, কণ্ঠশিল্পী এলিটা করিম।
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত