চালক ছিটকে পড়ার পরও ১ ঘণ্টা চলল বাইক (ভিডিও)

| আপডেট :  ০১ আগস্ট ২০২৫, ০৯:২৮  | প্রকাশিত :  ০১ আগস্ট ২০২৫, ০৯:২৮

রাইডিং দ্য ওয়েল অফ ডেথ বা মরণকূপে বাইক নিয়ে খেলা দেখানোর সময় ঘটল এক অদ্ভূত ঘটনা। নিয়ন্ত্রণ হারিয়ে ১৫ ফুট উচ্চতায় থাকা বাইক থেকে পড়ে যান চালক। তবে বাইক থামেনি। যুবক পড়ে যাওয়ার পরও প্রায় এক ঘণ্টা নিজে নিজেই চলেছে।

গত সোমবার সন্ধ্যায় ভারতের উত্তরপ্রদেশের মহারাজগঞ্জে চাঞ্চল্যকর এই ঘটনা ঘটে।

সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, সোমবার সন্ধ্যায় মহারাজগঞ্জের পঞ্চমুখী শিবমন্দির পাশে শ্রাবণের মেলা বসেছিল। সেখানেই দলবল নিয়ে খেলা দেখাতে এসেছিলেন রাইডিং দ্য ওয়েল অফ ডেথের আয়োজকরা। খেলা শুরুও হয়েছিল। কিন্তু কূপের ভেতরে বাইক নিয়ে খেলা দেখানোর সময় নিয়ন্ত্রণ হারান এক যুবক।

নিচে পড়ে আহতও হন তিনি। এ সময় দর্শকের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। অন্যদিকে, বাইক থামেনি। মরণকূপের উল্লম্ব দেওয়ালে নিজে থেকেই দ্রুতগতিতে ঘুরতে থাকে। প্রায় এক ঘণ্টা পর থামে বাইকটি। ভিডিও দেখে নেটিজেনরা বিস্ময় প্রকাশ করেছেন।

 

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত