চলন্ত রাইড থেকে ছিটকে পড়লেন তরুণী, ভিডিও ভাইরাল

| আপডেট :  ০১ আগস্ট ২০২৫, ০৯:২৭  | প্রকাশিত :  ০১ আগস্ট ২০২৫, ০৯:২৭

বিনোদন পার্কে চলছিল রাইড। এতে গাদাগাদি করে উঠেছিলেন অনেক তরুণ-তরুণী। চলন্ত অবস্থায় এই রাইড ভেঙে পড়ে অন্তত ২৩ জন আহত হয়েছেন।

সৌদি আরবের পশ্চিমাঞ্চলের জনপ্রিয় পার্বত্য পর্যটন নগরী তাইফের একটি পার্কে বুধবার এ ঘটনা ঘটেছে। এই খবর জানিয়েছে মার্কিন সংবাদ মাধ্যম সিএনএন।

প্রতিবেদনে বলা হয়েছে, আহতদের মধ্যে কয়েকজন তরুণী আছেন। তাদের মধ্যে তিনজনের অবস্থা আশঙ্কাজনক।

দর্শনার্থীতে ঠাসা ওই রাইডটি চলন্ত অবস্থায় আকস্মিকভাবে ভেঙে পড়েছে বলে জানিয়েছেন ভুক্তভোগীরা। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, রাইডটি হঠাৎ ভেঙে পড়ায় ঘটনাস্থলে আতঙ্ক ছড়িয়ে পড়ে। চলন্ত রাইডে থাকা লোকজন অনেক ওপর থেকে নিচে পড়ে যান।

এ সময় আশপাশ থাকা আতঙ্কিত লোকজন চিৎকার করতে শুরু করেন। খবর পেয়ে দেশটির জরুরি সেবা সংস্থার কর্মীরা দুর্ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করেন।

সৌদি সিভিল ডিফেন্স ও রেড ক্রিসেন্টের প্যারামেডিক দল আহতদের উদ্ধার করে আশপাশের বিভিন্ন হাসপাতালে ভর্তি করেছে।

এই দুর্ঘটনায় গুরুতর আহতদের হাসপাতালে নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে বলে দেশটির সরকারি কর্মকর্তারা জানিয়েছেন। পাশাপাশি দুর্ঘটনায় পর কর্তৃপক্ষ তাৎক্ষণিকভাবে পার্কটি বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে।

 

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত